যুদ্ধাপরাধের বিচার, বিদুৎ সংকট আর ক্রসফায়ার নিয়ে সরব বাংলাদেশের মিডিয়া
২৯ মার্চ ২০১০মূল আলোচনায় যু্দ্ধাপরাধ
সোমবারও বাংলাদেশের পত্রিকাগুলোতে মূলত যুদ্ধাপরাধীদের বিচারের দিকেই গুরুত্ব দেয়া হয়েছে৷ বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি নিয়ে আলোচনা চলছে৷ এই বিচারে ‘আন্তর্জাতিক অপরাধ আইন ১৯৭৩' কীভাবে প্রয়োগ করা হবে তা নিয়ে রবিবার ঢাকায় বৈঠক করেছেন বিচার সংশ্লিষ্টরা৷ সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের আইনমন্ত্রী শফিক আহমেদ৷ দৈনিক প্রথমআলো এবং বিডিনিউজসহ বেশ কয়েকটি পত্রিকা ও বার্তামাধ্যম বিষয়টি বেশ গুরুত্বসহকারে প্রকাশ করেছে৷
তবে দৈনিক ইত্তেফাক একই বিষয়ে ভিন্ন আঙ্গিকে একটি প্রতিবেদন করেছে, যার শিরোনাম, ‘‘নাশকতার আশঙ্কা, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ''৷ যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় নাশকতার আশঙ্কা করছে গোয়েন্দারা৷ আর তাই, নিরাপত্তার খাতিরে পুলিশকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দেয়া হয়েছে৷ এই খবরটিকে বেশ গুরুত্ব সহকারে লাল কালির শিরোনামে জানিয়েছে ইত্তেফাক৷
বিদ্যুৎ সংকট
বিদ্যুৎ সংকট নিয়ে আলোচনা আছেই৷ বিশেষত লোডশেডিং নিয়ে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তা জানাচ্ছে প্রায় সব পত্রিকাই৷ তবে এই সংকট নিরসনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে উদ্যোগী হয়েছে বর্তমান সরকার, এজন্য সাহায্য নেয়া হবে রাশিয়া-র৷ দৈনিক প্রথম আলো একথা জানিয়ে বলেছে, এই বছরই রাশিয়া সফরে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এবং তখন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষর হতে পারে৷
ক্রসফায়ার
বাংলাদেশের নিরাপত্তা সংস্থা ব়্যাব- এর মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার রবিবার জানিয়েছেন, গত ছয় বছরে ৬১১ জন ক্রসফায়ারে মারা গেছে, তবে এর কোনটিই আইনবহির্ভূত ছিল না৷ এই খবরটি বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে দৈনিক সমকালসহ কয়েকটি পত্রিকা৷
প্রতিবেদক: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: অরুন শঙ্কর চৌধুরী