যুদ্ধে অঙ্গ হারিয়েও কাজে ব্যস্ত যে সৈনিকরা
ইউক্রেনের সেনাবাহিনীর একদল সৈনিকের কাজ ল্যান্ডমাইন খুঁজে বের করা৷ যুদ্ধে অঙ্গ হারিয়েও এই কাজ করে যাচ্ছেন তারা৷
স্যাপার সৈনিক
যে সৈনিক যুদ্ধের সময়ে সেতু বানানোর বা ল্যান্ডমাইন চিহ্নিত করার কাজ করেন, তাদের বলা হয় স্যাপার৷ ইউক্রেনের জাতীয় পুলিশের বিশেষ ‘ডিমাইনিং ইউনিটের’ সদস্য অলেকজি পলিয়াকোভকে দেখা যাচ্ছে ছবিতে৷ ইউক্রেনের খারকিভ অঞ্চলের ইজুম শহরের একটি মাঠ থেকে মাইন সরাচ্ছেন তিনি৷ যুদ্ধে বোমা বিস্ফোরণে উড়ে গেছে তার পা৷
কেন এই কাজ করেন তারা
২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর ইউক্রেন সেনাবাহিনী থেকে তৈরি করা হয় এই ইউনিট৷ তাদের মূল কাজ যুদ্ধরত সৈনিকদের ল্যান্ডমাইন থেকে বাঁচাবার পাশাপাশি সাধারণ জনগণের বসবাসের এলাকা থেকেও মাইন সরানো৷
কৃত্রিম পা নিয়ে
৩৭ বছর বয়সি আন্দ্রেই ইলকিভ গত বছর এই খারকিভ অঞ্চলেই আরেকটি জায়গায় মাইন ফেটে নিজের বাঁ পাটি হারান৷ তবুও আবার কাজে ফিরেছেন তিনি৷ তার স্ত্রীকে কথা দিয়েছেন যে মানবতার খাতিরে তাকে ফিরে যেতে হবেই৷ ছবিতে দেখা যাচ্ছে ইলকিভের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তার নতুন প্রস্থেটিক পা৷
কাজে অনড় ভালেরি
২০২২ সালের নভেম্বরে একইভাবে জখম হন ভালেরি ওনুল৷ বিস্ফোরণের পর তিনি জানতে পারলেন যে আন্দ্রির মতো পা হারিয়েছেন তিনি৷ সেই মুহূর্তেই তিনি ঠিক করেন যে কাজে ফিরে আসবেন৷ ভালেরি বলেন, ‘‘আমাকে হাসপাতালে নিয়ে আসা হয়৷ আমার মাথায় অনেক চিন্তা ভিড় করছিল৷ যখন জ্ঞান ফিরল, জানতাম যে আমাকে আবার কাজে যেতে হবে৷’’
কতটা কঠিন এই কাজ
আন্দ্রি জানান, ঠিক যে মাইন ফেটে তিনি জখম হয়েছিলেন, সেই দিনের কাজ ছিল খুব কঠিন৷ মাটির অনেকটা গভীরে লুকিয়ে রাখা ছিল ল্যান্ডমাইন৷ খুব ঠাহর করে না দেখলে বোঝা অসম্ভব, বলেন তিনি৷ বর্তমানে এই ডিমাইনিং ইউনিট কাজ করছে ইউক্রেনের খারকিভ ও খেরসন অঞ্চলে৷