যে অ্যামেরিকা প্যারিস চুক্তি মান্য করছে
প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি বর্জন করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের অসংখ্য শহর ও রাজ্য কর্তৃপক্ষ প্যারিস চুক্তি মেনে জীবাশ্মভিত্তিক জ্বালানির বদলে বিকল্প পথে এগোনোর অঙ্গীকার করছে৷
বারাক ওবামার বিবৃতি
কঠিন পরিস্থিতিতেও আশাবাদী হিসেবে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা পরিচিত৷ ট্রাম্প প্যারিস চুক্তি বর্জন করার পর তিনি অ্যামেরিকার বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রশাসনের উদ্দেশ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলার পথে এগিয়ে চলার প্রেরণা দেন৷
ক্লাইমেট মেয়রস গ্রুপ
মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ৬৮টি শহরের মেয়র প্যারিস জলবায়ু চুক্তি পুরোপুরি মেনে চলার অঙ্গীকার করেছেন৷ লস অ্যাঞ্জেলেস, বস্টন, নিউ ইয়র্ক, হিউস্টন ও শিকাগোর মতো বড় শহরের নগরপাল পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি
‘ট্রাম্প পিটসবার্গের প্রতিনিধি নন’
ট্রাম্প তাঁর ভাষণে নিজেকে পিটসবার্গের প্রতিনিধি বললেও শহরের মেয়র তা নস্যাৎ করে জলবায়ু পরিবর্তনের মোকাবিলার উদ্যোগ চালিয়ে যাবার অঙ্গীকার করেন৷ ইস্পাত শিল্পের পতনের পর শহরকে ভবিষ্যতের প্রযুক্তির জন্য প্রস্তুত করতে তিনি বদ্ধপরিকর৷
শিকাগোর সাফল্যের কাহিনি
বারাক ওবামার শহর শিকাগোর মেয়র ব়্যাম ইমানুয়েল মনে করিয়ে দেন, কার্বন নির্গমন কমিয়ে কীভাবে কর্মসংস্থান বাড়ানো যায়, তাঁর শহর তার দৃষ্টান্ত৷ প্যারিস চুক্তি অনুযায়ী তিনি এই সফল কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন৷
মার্কিন জলবায়ু জোট
ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন রাজ্যের গভর্নররা মিলে ‘ইউএস ক্লাইমেট অ্যালায়েন্স’ নামের এক জোট গড়ে তুলেছেন৷ তাঁরা শুধু প্যারিস চুক্তি কার্যকর করবেন না, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জোরালো পদক্ষেপের ঘোষণা করেছেন৷
ক্যালিফোর্নিয়া আদর্শ দৃষ্টান্ত
ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন বলেন, ‘‘ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ ভুল পথ বেছে নিয়েছেন৷’’ এমন ‘বিপথগামী’ ও ‘কাণ্ডজ্ঞানহীন’ সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর রাজ্য তার বিরুদ্ধে সংগ্রামের জন্য প্রস্তুত৷