যে ফুটবল খেলা হয় নদীতে
ফুটবল ম্যাচ হয় নদীতে! হিম শীতল পানিতে খেলেন ফুটবলাররা৷ ব্রিটেনের একটি গ্রামে ১২০ বছর ধরে চলছে এই ঐতিহ্য৷
ফুটবল ইন দ্য রিভার
বেশি বৃষ্টিতে ফুটবল মাঠে জলাবদ্ধতা তৈরি হলে খেলা বন্ধ রাখাই নিয়ম৷ কিন্তু কটসওল্ডস-এর এই গ্রামে হয় উল্টোটা৷ এখানে ফুটবল ম্যাচের আয়োজন করা হয় পায়ের গোড়ালি ডুবে থাকা নদীর জলে৷
পর্যটন আকর্ষণ
ব্রিটেনের গ্লস্টারশায়ার কাউন্টির গ্রাম বর্টন-অন-দ্য-ওয়াটার৷ টেমসের শাখানদী উইন্ডরাশের তীরে গড়ে ওঠা গ্রামটি ছবির মতোই সুন্দর৷ প্রতিবছর তিন লাখ পর্যটকের পা পড়া গ্রামটির অন্যতম আকর্ষণ বার্ষিক এই ম্যাচটি৷
ঐতিহাসিক
বর্টন-অন-দ্য-ওয়াটারে এই ম্যাচের আয়োজনের সূচনা কিভাবে হয়েছিল সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই৷ তবে এই খেলা ১২০ বছর ধরে চলে আসছে বলে জানা যায়৷
খেলার নিয়ম
স্থানীয়রা দুই দলে ভাগ হয়ে খেলায় অংশ নেন৷ খেলা চলে ৩০ মিনিট৷ এই সময়টুকুই যে খেলোয়াড়দের জন্য কঠিন হয়ে ওঠে তা সহজেই অনুমেয়৷
খেলার নিয়ম
স্থানীয়রা দুই দলে ভাগ হয়ে খেলায় অংশ নেন৷ খেলা চলে ৩০ মিনিট৷ এই সময়টুকুই যে খেলোয়াড়দের জন্য কঠিন হয়ে ওঠে তা সহজেই অনুমেয়৷
দর্শকদের আনন্দ
খেলোয়াড়দের কঠিন হয়ে ওঠা কাজ দর্শকদের বাড়তি আনন্দের খোরাক জোগায়৷ ম্যাচ উপভোগ করতে গিয়ে ভিজতে না চাইলে দর্শকদের জল নিরোধক পোশাক পরে নেয়ার পরামর্শ দেন আয়োজকেরা৷
খেলার ফলাফল
চলতি বছর বর্টন রোভার্স ফুটবল ক্লাবের খেলোয়াড়েরা খেলেছেন ক্লাবের কোচিং স্টাফদের বিপক্ষে৷ গুরু-শিষ্যের লড়াইয়ে ৪-০ গোলের সহজ জয় পেয়েছেন প্রশিক্ষকেরা৷