যে সব দেশে বেকারত্বের হার কম, যে সব দেশে বেশি
আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও-র হিসেবে ২০১৫ সালে যে দেশগুলোতে বেকারত্বের হার সবচেয়ে কম ছিল, আর যে দেশগুলোতে সবচেয়ে বেশি ছিল তার তালিকা থাকছে ছবিঘরে৷
সবচেয়ে বেশি জিবুতিতে
সোমালিয়া, ইথিওপিয়া ও ইরিত্রিয়ার প্রতিবেশী এই দেশটিতে ২০১৫ সালে বেকারত্বের হার ছিল ৫৩.৯ শতাংশ৷ আন্তর্জাতিক শ্রম সংস্থা, আইএলও দিয়েছে এই তথ্য৷ সবচেয়ে বেশি বেকারত্বের হারের তালিকায় জিবুতির পরেই ক্রমান্বয়ে আছে সলোমন দ্বীপপুঞ্জ (৩৪.৮), মৌরিতানিয়া (৩৪.৮) ও বসনিয়া হারজেগোভিনা (৩১.১)৷
সবচেয়ে কম কাতারে
মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটিতে বেকারত্বের হার সবচেয়ে কম ছিল৷ মাত্র ০.২ শতাংশ৷ সবচেয়ে কম বেকারত্বের হারের তালিকায় কাতারের পরেই ক্রমান্বয়ে আছে কম্বোডিয়া (০.৫),থাইল্যান্ড (১.১), বেনিন (১.১) ও বাহরাইন (১.২)৷
সার্কে সবচেয়ে বেশি মালদ্বীপে
সার্কভুক্ত আটটি দেশের মধ্যে এই দ্বীপরাষ্ট্রটিতেই ২০১৫ সালে বেকারত্বের হার সবচেয়ে বেশি ছিল - ১১.৮ শতাংশ৷
সার্কে সবচেয়ে কম ভুটানে
পাহাড় ঘেরা এই দেশটিতে ২০১৫ সালে বেকারত্বের হার ছিল মাত্র ২.৬ শতাংশ৷
সার্কে বাংলাদেশের অবস্থান
২০১৫ সালে বাংলাদেশে বেকারত্বের হার ছিল ৪.৪ শতাংশ৷ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে বেশি বেকারত্বের হার ছিল শ্রীলঙ্কা (৪.৭), পাকিস্তান (৫.৪), আফগানিস্তান (৯.৬) ও মালদ্বীপে৷ সার্কভুক্ত অন্যদেশগুলোর মধ্যে ভারতে বেকারত্বের হার ছিল ৩.৫ শতাংশ, আর নেপালে ৩.১ শতাংশ৷
যেভাবে তথ্য সংগ্রহ করা হয়েছে
সাধারণত সংশ্লিষ্ট দেশগুলোই আইএলওকে তথ্য দিয়ে থাকে৷ তবে কোনো দেশ নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য না দিলে আইএলও নিজেই সে সব দেশের বেকারত্বের হার পরিমাপ করে নেয়৷ সব দেশের তথ্য জানতে উপরে ‘+’ চিহ্নে ক্লিক করুন৷