যেভাবে প্রযুক্তি বাঁচাচ্ছে আফ্রিকার পরিবেশ
কৃষি উৎপাদন টেকসইকরণ, আবর্জনা ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য শক্তির বিকাশসহ বিভিন্নভাবে প্রযুক্তি ব্যবহার করে পরিবেশকে রক্ষা করছে আফ্রিকার বিভিন্ন দেশ৷ উদ্ভাবনমূলক নানাকাজে ওই মহাদেশের প্রযুক্তির ব্যবহার দেখে নিন ছবিঘরে৷
মোবাইলে কৃষি তথ্য
কৃষির উৎপাদন বৃদ্ধিতে সাব-সাহারান দেশগুলোতে বড় পরিসরে ব্যবহার হচ্ছে মোবাইল প্রযুক্তি৷ মোবাইল অ্যাপ কিংবা ক্ষুদে বার্তায় কৃষিতথ্য প্রাপ্তি এখন সেখানে বেশ জনপ্রিয়৷ এর মাধ্যমে বাড়ছে কৃষি উৎপাদন৷ ‘গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন্স’ জিএসএমএ-র হিসাবে সাব-সাহারান দেশগুলোতে প্রায় ৪৪ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করলেও প্রান্তিক পর্যায়ে এর আরো ব্যাপ্তি ঘটানো দরকার৷
যানজট নিরসনে মোবাইল অ্যাপ
যানজটে সময় আর জ্বালানি বাঁচাতে মোবাইল অ্যাপ ব্যবহার করছে আফ্রিকার বিভিন্ন দেশ৷ কেনিয়ায় যানজটের তথ্য আদান-প্রদানে ‘মাথ্রিরাউট’ নামে একটি অ্যাপ ব্যবহার হচ্ছে৷ এতে যানজটের পরিস্থিতি জানতে পারছে মানুষ, বোঝা যাচ্ছে কোন রাস্তা ধরে সহজে যাওয়া যাবে৷ এদিকে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ‘স্ট্রিট পার্কিং সল্যুশন’ অ্যাপ ব্যবহার করে জানা যাচ্ছে ফাঁকা পার্কিংয়ের তথ্য৷
নবায়নযোগ্য জ্বালানির প্রসার
আফ্রিকার সাড়ে ৬২ কোটি মানুষ এখনো বিদ্যুৎ সুবিধার বাইরে৷ তাই বিদ্যুৎ চাহিদা মেটাতে বিভিন্ন দেশ নবায়নযোগ্য শক্তি উৎপাদনের দিকে ঝুঁকছে৷ আফ্রিকায় সোলার সিস্টেম নিয়ে ব্যাপক আকারে কাজ করছে ‘পাওয়ারকর্নার’ নামে একটি প্রতিষ্ঠান৷ মোবাইলের মাধ্যমে বিদ্যুৎ প্রদান এবং বিল আদায়ের ব্যবস্থাও করেছে তারা৷ ২০২০ সালের মধ্যে বৈদ্যুতিক ব্যবস্থাকে পুরোপুরি গ্রিন এনার্জিতে রূপান্তরের পরিকল্পনা নিয়ে কাজ চলছে কেনিয়ায়৷
মোবাইল ব্যাংকিং
বর্তমানে মোবাইলে টাকা পাঠানোর ব্যবস্থা ব্যাপক মাত্রায় বেড়েছে আফ্রিকায়৷ সমাজের প্রান্তিক মানুষকে অর্থনৈতিক অন্তর্ভুক্তির ব্যবস্থা হচ্ছে এর মাধ্যমে৷ কেনিয়ার ‘এম-পেসা’ নামক মোবাইল ব্যাংকিং সেবার সক্রিয় গ্রাহকের সংখ্যা প্রতি মাসে ২ কোটিতে দাঁড়িয়েছে৷ মোবাইল ব্যাংকিংয়ে সোলার এনার্জি আর বাইক শেয়ারিংসহ বিভিন্ন সেবা পাচ্ছে তারা৷
পানির অপচয় রোধ
পানির সংকট আফ্রিকা মহাদেশের অন্যতম বড় সমস্যা৷ এ অবস্থায় পানির অপচয় রোধের প্রযুক্তি ব্যবহারের প্রচেষ্টা চলছে সেখানে৷ ‘হাইড্রোআইকিউ’ নামে একটি স্টার্টআপ পানির সুষম ব্যবহার নিয়ে কাজ করছে৷ পানি সরবরাহকারী বিভিন্ন সংস্থাকে অনলাইন প্ল্যাটফর্মে সংযুক্ত করা হয়েছে এই উদ্যোগে৷ পানির বিল আদায়ের পাশাপাশি সঞ্চালন লাইনের ছিদ্র আর পানি ব্যবহারের পরিমাণ জানতে সেখানে সেন্সরও ব্যবহার হচ্ছে৷
আবর্জনা কমিয়ে আনতে প্রযুক্তি
আবর্জনার পরিমাণ কমানো আর ব্যবস্থাপনায় প্রযুক্তি ব্যবহার করছে আফ্রিকার বিভিন্ন দেশ৷ ‘চাউবেরি’ নামে নাইজেরিয়ার একটি প্রতিষ্ঠান সুপারমার্কেটের আবর্জনার ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে৷ পরিচ্ছন্নকর্মীদের কাছ থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ করার কাজে মোবাইল অ্যাপ ব্যবহার করছে ‘মি. গ্রিন আফ্রিকা’ নামে কেনিয়ার একটি প্রতিষ্ঠান৷ এরপর বাছাইকৃত আবর্জনা রিসাইক্লিং করে অন্য কাজে ব্যবহারের বন্দোবস্ত হচ্ছে৷