যেমন গেল বাংলাদেশের বিশ্বকাপ
বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ায় সেমি-ফাইনালে উঠার স্বপ্ন ধুলিস্যাৎ হয়েছে বাংলাদেশের৷ নয় ম্যাচে তিন জয় ও চার হার দিয়ে শেষ হয়েছে টাইগারদের বিশ্বকাপ মিশন৷ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে একটি খেলা৷
পাকিস্তানের কাছে হেরে শেষ
গ্রুপ পর্যায়ের নবম ও শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৯৪ রানের বড় ব্যবধানে হেরে শেষ হয় বাংলাদেশের বিশ্বকাপ মিশন৷ টস জিতে শুরুতে ব্যাট করে ৩১৫ রানের লক্ষ্য দেয় পাকিস্তান৷ জবাবে ব্যাট করতে নেমে ৪৪.১ ওভারে ২২১ রান তুলে শেষ হয় টাইগারদের ইনিংস৷
সাউথ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয়
বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম খেলায় সাউথ আফ্রিকাকে ২১ রানে হারায় বাংলাদেশ৷ আগে ব্যাট করে ৩৩১ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ৷ জবাবে ৫০ ওভারে ৩০৯ রান তুলতে পারে সাউথ আফ্রিকা৷ ব্যাট হাতে ৭৫ রান এবং বোলিংয়ে এক উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান৷
নিউজিল্যান্ডের কাছে ২ উইকেটে হার
শুরুতে ব্যাটিং করে ২৪৪ রান তোলে বাংলাদেশ৷ ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪৭ ওভার ১ বলে ২ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড৷ ব্যাট হাতে ৮৫ রান তুলে ম্যাচ সেরা হন রস টেইলর৷
ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানের হার
৩৮৭ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড৷ জবাবে ৪৮ ওভার ৫ বলে ২৮০ রান করে অলআউট হয়ে যায় টাইগাররা৷ ১৫৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন জেসন রয়৷
বৃষ্টিতে পরিত্যক্ত
বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ৷ ব্রিস্টলের ওই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয় দুই দলের মধ্যে৷
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে জয়
গ্রুপ পর্যায়ের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ৷ শুরুতে ব্যাট করে ৫০ ওভারে ৩২১ রান তোলে ক্যারিবিয়ানরা৷ জবাবে ৫১ বল বাকি থাকতে ৩ উইকেটে ৩২২ রান তুলে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ৷ ব্যাট হাতে অপরাজিত ১২৪ রান এবং বল হাতে ২ উইকেট তুলে ম্যাচ সেরা হন সাকিব আল হাসান৷
অস্ট্রেলিয়ার কাছে ৪৮ রানে হার
নটিংহামে ৫ উইকেটে ৩৮১ রান তোলে অস্ট্রেলিয়া৷ জবাবে ৮ উইকেটে ৩৩৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ৷ ১৬৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার৷
আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানে জয়
সাউদাম্পটনে ৭ উইকেটে ২৬১ রান করে বাংলাদেশ৷ জবাবে ৪৭ ওভারেই গুটিয়ে যায় আফগানিস্তান৷ ব্যাট হাতে ৫১ রান আর বল হাতে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সাকিব আল হাসান৷
ভারতের কাছে ২৮ রানে হার
ভারতের বিপক্ষে বহু আকাঙ্ক্ষার ম্যাচে ২৮ রানে হেরে সেমি-ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয় বাংলাদেশের৷ শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩১৪ রান তোলে ভারত৷ জবাবে ৪৮ ওভারে ২৮৬ রান তুলে গুটিয়ে যায় বাংলাদেশ৷ ১০৪ রানের একটি ইনিংস খেলায়ম্যান অব দ্য ম্যাচ হন রোহিত শর্মা৷