1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেভ দ্য চিলড্রেন কর্মকর্তার পদত্যাগ

২৪ ডিসেম্বর ২০১৮

পদত্যাগ করলে্ন যুক্তরাজ্যের সেভ দ্য চিলড্রেনের প্রধান পিটার বেনেট জোনস৷ যৌন হয়রানি বিষয়ক ঘটনা গুরুত্ব না দেয়ার অভিযোগে তাঁর এই পদত্যাগ৷

https://p.dw.com/p/3Ab9n
Symbolbild Protest gegen Vergewaltigung
ছবি: picture-alliance/Pacific Press/E. McGregor

আগামী মাস থেকে  নতুন চেয়ারম্যান দায়িত্ব নেবেন৷ পিটার বেনেট জোনসের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে যৌন কেলেঙ্কারি বিষয়ক প্রতিবেদনে তাঁর যতটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল, তা দেননি৷ বরং এমন একটি অভিযোগ তিনি প্রত্যাহার করে নেন৷ বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা হয়৷

শনিবার এক বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন জানায়, স্বাধীন ও নিরপেক্ষ একটি তদন্ত কমিটিও তাঁর বিরুদ্ধে একই অভিযোগ তুলেছে৷ তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, যৌন হয়রানি বিষয়ক একটি অভিযোগপত্রে তাঁর পাশ কাটিয়ে যাওয়া মন্তব্য নজরে এসেছে৷

পিটার ব্যানেট জোন্সকে সাবেক প্রধান নির্বাহী জাস্টিন ফোরসিথ ও সাবেক পরিকল্পনা প্রধান ব্রেনডান কক্সের বিরুদ্ধে আসা যৌন হয়রানি অভিযোগ পর্যালোচনা করতে দেওয়া হয়৷ পর্যবেক্ষণের পর তাঁর দেয়া সেই প্রতিবেদন নিয়েই ওঠে অভিযোগ৷

বিষয়ক ঘটনায় কয়েক বছরে দাতব্য সংস্থাগুলোর শীর্ষ কর্তাব্যক্তিদের পদত্যাগ লক্ষণীয়৷ চলতি বছরের শুরুতেই অক্সফামের কর্মকর্তার বিরুদ্ধে যৌনকর্মী ব্যবহারের অভিযোগ উঠে৷ ২০১০ সালে ভূমিকম্পের পর হাইতিতে এই কাণ্ড ঘটে৷ অক্সফাম প্রধান নির্বাহী মার্ক গোল্ড রিং এ বছরই সেই কাণ্ডের জের ধরে পদত্যাগ করবেন৷

গত সপ্তাহে জাতিসংঘের শরণার্থী বিষয়্ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, উগান্ডায় গৃহকর্মীর সঙ্গে যৌন সম্পর্ক করার কারণে আলী খামিস নামে এক ব্রিটিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে৷ প্রতিষ্ঠানটি এ-ও উল্লেখ করে যে, আলি খামিসের বিরুদ্ধে যৌন হয়রানির কোনো অভিযোগ নেই৷ তবে প্রাতিষ্ঠানিক মর্যাদা এবং পেশাগত সম্মান ধরে না রাখতে পারার দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে৷

 এফএ/এসিবি (রয়টার্স)