1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌনকর্মীদের নগ্ন ভিডিও করে ফেঁসে গেলেন পাঁচ পুলিশ সদস্য

৮ ডিসেম্বর ২০১০

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষের নিরাপত্তা বিধান করবে এমনটিই প্রত্যাশা৷ কিন্তু তাদের হাতেই অনেক সময় ঘটে নিরাপত্তাহীনতার ঘটনা৷ এমন এক ঘটনা ঘটেছে ভিয়েতনামে৷ নগ্ন যৌন কর্মীদের ভিডিও প্রকাশ করে ফেঁসে গেলেন পুলিশ সদস্যরা৷

https://p.dw.com/p/QSlp
TV, courthouse, Vietnamese, Nguyen Van Hai, Tuoi Tre Nien, police officers, ভিয়েতনাম, Hanoi,Vietnam, যৌনকর্মী, নগ্ন ভিডিও, পুলিশ সদস্য
ফাইল ছবিছবি: AP

ভিডিও ক্লিপে দেখা গেছে, দুই জন যৌন কর্মীর নগ্ন ছবি৷ সাথে হোটেলের একটি কক্ষে জামা বিহীন এক পুরুষ খদ্দের৷ যৌন কর্মীরা হাত দিয়ে পোশাক পরার চেষ্টা করলেও তাদের আদেশ দেওয়া হয় নগ্ন দেহে হাত উপরে তুলে দাঁড়াতে৷ ছয় পুলিশ সদস্য সাধারণ পোশাকে জিজ্ঞাসাবাদ করছেন তাদের৷ প্রয়োজনীয় তথ্য কাগজেও টুকে নিচ্ছেন তারা৷ আর এসব কর্মকাণ্ডের দৃশ্য নিজের মোবাইল ফোনের সাহায্যে ধারণ করেছেন তাদেরই অপর সদস্য৷

বেশ মনোযোগের সাথে দায়িত্ব পালনের এমন ভিডিও ধারণ করে তৃপ্তি হয়নি এসব ‘দায়িত্ববান' পুলিশ সদস্যের৷ সেই ভিডিও প্রকাশ করে দিয়েছেন ইন্টারনেটের মাধ্যমে৷ দেশটির সরকার পরিচালিত পত্রিকা টিন টুক বলছে, গত ২৯ জুন পুলিশ অভিযানের সময় ধারণ করা হয়েছিল এই ভিডিও চিত্র৷ ঘটনার পর জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়৷ পুলিশ দপ্তরেও তার ছায়া পড়ে৷

ক্যাম ফা শহরের পুলিশ প্রধান এনগুয়েন কুয়োক টিয়েন বলেন, ‘‘এটা অগ্রহণযোগ্য এবং আমরা এটা সহ্য করবো না৷'' তিনি আরো জানান, পুলিশ সদস্যরা যৌনকর্মীদের কর্মকাণ্ডের প্রমাণ রাখতে ভিডিও করেছিলেন বলে দাবি করেছেন৷ কিন্তু তারা সেই ছবি ইন্টারনেটে কেন প্রকাশ করলেন এটা বোধগম্য নয়৷ টিয়েন বলেন, এই ঘটনা পুলিশ বাহিনীর সুনাম ক্ষুন্ন করেছে৷

যাহোক, শেষ পর্যন্ত জানা গেছে, পুলিশ দপ্তর সংশ্লিষ্ট পাঁচ পুলিশ সদস্যকে শাস্তি দিয়েছে৷ শাস্তি স্বরূপ তাদের পদমর্যাদার অবনতি ঘটেছে৷ কিন্তু এটুকুই কি এমন জঘন্য অপরাধের জন্য যথেষ্ট, প্রশ্ন তুলেছেন ভিয়েতনামের জনগণ৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম