1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌনবৈষম্য রোধে পর্নোগ্রাফি বানাতে চায় এসপিডি

১৫ জুন ২০১৮

জার্মানির জোট সরকারের একটি দল সামাজিক গণতন্ত্রী বা এসপিডি৷ তাদের বার্লিন শাখা সম্প্রতি একটি প্রস্তাব তৈরি করেছে৷ এতে তারা মূলধারার পর্নোগ্রাফিতে বিদ্যমান যৌনবৈষম্য রোধের লক্ষ্যে পর্নোগ্রাফি তৈরির প্রস্তাব দিয়েছে৷

https://p.dw.com/p/2zbm0
Symbolbild- Pornokonsum in Internet
ছবি: picture-alliance/empics/Y. Mok

সরকারি প্রচারমাধ্যমের সহায়তা এসব পর্নোগ্রাফি বিনামূল্যে প্রচারেরও প্রস্তাব করেছে তারা৷

এই পরিকল্পনার মাধ্যমে রাজনৈতিক দলটি সেইসব টিনএজারদের কাছে পৌঁছাতে চায়, যারা অনলাইনে পর্নোগ্রাফি দেখে, কিন্তু প্রায় সময়ই পছন্দের বিষয়টি খুঁজে পায় না৷

যেমন ২০ বছরের শিক্ষার্থী ফ্রানৎসি জানান, তিনি ১৩ বছর বয়স থেকে পর্নোগ্রাফি দেখছেন৷ ‘‘মেয়েরা এত শব্দ করে যে, আমার মনে হয়েছিল, যৌনমিলনের সময় আমি যদি তেমন শব্দ না করি তাহলে আমার পার্টনার হয়ত ভাবতে পারে যে, আমি উপভোগ করছি না৷ কারণ আমার পার্টনারও নিশ্চয় পর্নোগ্রাফি দেখেছে এবং সে তেমন আওয়াজই প্রত্যাশা করবে,'' বলেন তিনি৷

ফ্রানৎসি আরও জানান, মূলধারার পর্নোগ্রাফিতে দেখায় যে, ছেলেরা মেয়েদের মুখে ও স্তনে বীর্যপাত করে৷ আর মেয়েদের নির্দিষ্ট কিছু কাজ করতে হবে বলে ধারণা দেয়৷ ‘‘যেমন, আমার বান্ধবীদের অনেকেই মনে করত যে, ওরাল সেক্সটা বোধ হয় মেয়েদেরই সম্পাদন করতে হয়৷ আর মেয়েদের সন্তুষ্টির চেয়ে ছেলেদের সন্তুষ্টি পাওয়ার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ বলে ধারণা দেয়া হয়,'' মূলধারার পর্নোগ্রাফি সম্পর্কে এই অভিযোগ তাঁর৷

ফ্রানৎসির মতো তরুণীদের আরও বাস্তব ও বিভিন্ন ধরণের প্রাপ্তবয়স্ক মুভির সন্ধান দিতে বার্লিনের এসপিডি সরকারি খরচে ‘ফেমিনিস্ট পর্নোগ্রাফি' তৈরির প্রস্তাব দিয়েছে৷ এতে বলা হয়, ‘‘মূলধারার পর্নোগ্রাফিতে যৌন ও বর্ণবৈষম্য দেখা যায়৷ ফলে ব্যবহারকারীর উপর একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে৷ তরুণদের মধ্যে একটা সম্পূর্ণ অবাস্তব প্রত্যাশা তৈরি করে৷''

প্রস্তাবের খসড়া তৈরির সঙ্গে জড়িত ছিলেন ফেরিকে টোম৷ প্রস্তাবটি পাস হবে কিনা, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন৷ দলের পুরনো প্রজন্মদের কাছ থেকে অনুমোদন পাওয়া কঠিন হবে বলেই মনে করছেন তিনি৷

ইয়ানে পাউলিক/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য