‘হোশি কুনিও বাংলাদেশি আলু ব্যবসায়ী’
৫ অক্টোবর ২০১৫গত শনিবার বাংলাদেশের রংপুরে অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোশি কুনিও৷ এক সপ্তাহের মধ্যে এটা ছিল বাংলাদেশে দ্বিতীয় বিদেশি হত্যাকাণ্ড৷ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইতোমধ্যে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে, এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইনে জিহাদিদের কর্মকাণ্ডদের দিকে নজর রাখে এমন একটি সংস্থা৷
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মারিকা বার্নিক্যাট হোশির খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে একাধিক টুইট করেছেন৷ বাংলাদেশে বিদেশিদের উপর হামলা হতে পারে এমন আভাষ নাকি আগেই পেয়েছিল মার্কিনিরা, ঢাকা থেকে প্রকাশিত একাধিক অনলাইন পত্রিকা এমন খবর প্রকাশ করেছে৷
ফেসবুকে এই বিষয়ে মন্তব্য করেছেন অনেকে৷ বাংলাদেশে জঙ্গি আছে নাকি, নেই সেই বিতর্কও দেখা দিয়েছে নতুন করে৷ ব্লগার শাম্মী হক লিখেছেন, ‘‘ইটালীয় নাগরিক সিজার তাভেলার পর, এবার জাপানের নাগরিক হোশি কুনিও৷ সেই একই কায়দায়, এবারো তিনটি বুলেট৷ বিঃদ্রঃ দেশে কোনো জঙ্গি নাই৷''
আরেক ব্লগার রাসেল পারভেজ লিখেছেন, ‘‘সিজার তাভেলা খুন হওয়ার এক সপ্তাহের ভেতরে রংপুরে একজন জাপানি নাগরিককে একই কায়দায় খুন করা হলো৷ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম সাহেব বলেছেন খুন হওয়া ব্যক্তি আসলে বাংলাদেশি আলু ব্যবসায়ী৷
বিস্তারিত পোস্টের একাংশ তিনি লিখেছেন, ‘‘রাজনৈতিক দলগুলো যথারীতি একে অন্যকে দোষারোপের খেলা শুরু করেছে৷ সরকার পক্ষ বলছে এটা দেশকে অস্থিতিশীল করতে বিরোধী দলীয় ষড়যন্ত্র৷ সরকারের উন্নয়নে ক্ষমতায় আসার কোনো সুযোগ না দেখে তারা এই ধরণের নোংরা রাজনীতিতে লিপ্ত হয়েছে৷''
ডানা বড়ুয়াও বিষয়টি দেখেছেন একটু ভিন্নভাবে৷ তিনি লিখেছেন, ‘‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কারা খুন করেছে সেটাকে গুরুত্ব না দিয়ে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে বের করলেন হোশি কুনিও একজন আলু ব্যবসায়ী এবং উনি জাপানের নাগরিক নন! উনি বাংলাদেশের নাগরিক!''
তিনি লিখেছেন, ‘‘আইএস জঙ্গি স্বীকার করলেও কিছু যায় আসে না৷ তারা বাংলাদেশের নাগরিক হত্যা করবে না৷ তাদের পছন্দ বিদেশি নাগরিক৷''
সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ