1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রক্ষণশীল মিশরে মেয়েরাই মেয়েদের রক্ষাকারী

১৮ ডিসেম্বর ২০০৯

রক্ষণশীল মিশরের দেয়াল ভেঙে এখন মেয়েরাই মেয়েদের রক্ষাকারী৷ লেডিগার্ড বা নারীরক্ষাকর্মী হিসেবে অনেকেই খ্যাতির র্শীষে৷ মিশরীয় অভিনেত্রী, খ্যাতিনামা পপ তারকা থেকে শুরু করে রাজকন্যা ও নারী ব্যবসায়ীরা এই নারীরক্ষাকর্মী৷

https://p.dw.com/p/L8Nu
ফাইল ফটোছবি: picture-alliance/ photoshot

মুসলিম প্রথানুযায়ী চুল তার হিজাব ঢাকা, দওলত আল-আমিন প্রতিদিন আইকিদোর প্রশিক্ষণ নিচ্ছেন৷ কায়রোর এক শরীরচর্চা কেন্দ্রে তিনি এবং তার সহকর্মীরা মেয়েদের রক্ষা করতে মার্শাল আর্ট শিখছেন৷

রক্ষণশীল আরবের দেয়াল ভেঙ্গে এখন অনেকেই লেডিগার্ড বা নারীরক্ষাকর্মী হিসেবে সুনাম ও খ্যাতির র্শীষে৷ মিশরীয় অভিনেত্রী, খ্যাতিনামা পপ তারকা থেকে শুরু করে রাজকন্যা ও নারী ব্যবসায়ীরা লেডিগার্ড বা নারীরক্ষাকর্মীদের মক্কেল৷

তিন বছর আগে মিশরের ফ্যালকন গ্রুপ সর্বপ্রথম এই সেবা চালু করে৷ফ্যালকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ খালেদ বলেন, বিভিন্ন কারণেই তারা এই সেবা চালু করেন৷ মিশরীয় নারীরা এখন বিভিন্ন কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়েছে৷ তাদের কেউ কেউ ব্যবসায়ী, উকিল, বিচারকও৷ তিনি আরও বলেন, মিশরীয় নারীরা সুযোগের সদ্ব্যবহার করে সাফল্য অর্জন করতে জানে৷ রক্ষণশীল এই দেশে তারা পুরুষ শাসিত সমাজের কাঠামো থেকে বেরিয়ে আসছে৷ আর তাদের জন্যই এই প্রয়াস৷

তিনি এ বিষয়ে আরও বলেন, নারীরাই নারীদের বিষয়গুলো সহজেই বুঝতে পারে৷ তাই কাজ করাতে সুবিধা হয়৷আজকাল মিশরীয় নারীরা নিরাপত্তা নিয়ন্ত্রণে পুরুষদের থেকে নারীদেরই অপেক্ষাকৃতভাবে বেশি আশা করে থাকে৷

লেডিগার্ড বা নারীরক্ষাকর্মী আমিনা মাহমুদ বলেন, ইউনিফর্ম হিসেবে হিজাব বাধ্যতামূলক না হলেও মুসলিম হিসেবে তারা হিজাব ব্যবহার করেন৷ এছাড়া তিনি মনে করেন এটি একটি নতুন পরিকল্পনা৷ তাই তারা উৎসাহের সাথে আইকিদোর প্রশিক্ষণ নিচ্ছেন৷

২০০৮ সালে ফ্যালকন নামের প্রতিষ্ঠানটি এই ব্যবসায় লাভ করে ১৩ মিলিয়ন মিশরীয় পাউন্ড বা ২ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার৷ বর্তমানে এই প্রতিষ্ঠানটির ৩০০ তালিকাভুক্ত লেডিগার্ড বা নারীরক্ষাকর্মী রয়েছে৷

প্রতিবেদক: আসফারা হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক