রণবীর-আলিয়ার বিয়ে
রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে। এই বিয়ে নিয়ে সরগরম বলিউড। আবার একটি মেগা বিয়ের অনুষ্ঠান হচ্ছে বলিউডে।
বহুদিন ধরে জল্পনা
রণবীর ও আলিয়ার সম্পর্ক নিয়ে বহুদিন ধরে জল্পনা ছিল। দুজনের মধ্যে কেউই স্বীকার করতেন না, তাদের সম্পর্ক শেষপর্যন্ত বিয়েতে গড়াবে। কিন্তু সেটাই হলো। সব জল্পনার অবসান ঘটিয়ে রণবীর ও আলিয়ার বিয়ে হচ্ছে। আলোয় সেজে উঠেছে আরকে স্টুডিও, কৃষ্ণা রাজকাপুর ভবন, আলিয়ার বাড়ি সব। আর রণবীর এবং আলিয়ার খুশিও বাঁধ মানছে না।
মেহেন্দি অনুষ্ঠান
বুধবার ছিল রণবীর ও আলিয়া ভাটের বিয়ের মেহেন্দির অনুষ্ঠান। একই দিনে ঋষি কাপুর ও নীতু সিংয়ের বিয়ে হয়েছিল। সেদিনই মেহেন্দি হলো রণবীর-আলিয়ার। আলিয়া মেহেন্দিতে আট সংখ্যাটি লিখিয়েছেন। আট হলো রণবীরের প্রিয় সংখ্যা। মেহেন্দি অনুষ্ঠানে অনেকেই এসেছিলেন। ছবিতে দেখা যাচ্ছে, করিনা কাপুরকে। মেহেন্দি অনুষ্ঠানে যোগ দিতে আসতেই ক্যামেরায় বন্দি হলেন করিনা।
বলিউডের দুই তারকার বিয়ে
বলিউডের দুই তারকা তাদের খ্যাতির শীর্ষে থেকে বিয়ে করছেন এমন নিদর্শন প্রচুর। কিছুদিন আগেই রণধীর ও দীপিকার বিয়ে হয়েছে। এর আগে দীলিপ কুমার-সায়রা বানু, অমিতাভ বচ্চন-জয়া ভাদুড়ি, ঋষি কাপুর-নীতু সিং, রাজেশ খান্না-ডিম্পল কাপাডিয়া, সইফ আলি খান-অমৃতা, সইফ-করিনা, অজয় দেবগন-কাজলের বিয়ে হয়েছে। এছাড়াও অনেক উদাহরণ রয়েছে। সেই পথ ধরেই হাঁটলেন রণবীর-আলিয়াও।
গোপন রাখা হয়েছে
বিয়ের অনুষ্ঠান নিয়ে বিশেষ মুখ খুলছেন না দুই পরিবারের কেউ। সাধারণত, তারকা বিয়ের কথা গোপনই রাখা হয়। নীতু সিং কেবল জানিয়েছেন, বিয়ে বৃহস্পতিবার। মেহেন্দি অনুষ্ঠানে যোগ দিতে এসে করণ জোহর হলুদ রঙের পোশাক পরে এসেছিলেন। করিনা পরেছিলেন সাদা লেহেঙ্গা, করিশ্মা পরেছিলেন হলুদ আনারকলি সালোয়ার। রণবীর বা আলিয়া বিয়ের পোশাক কী পরবেন, তা নিয়ে কেউ মুখ খোলেননি।
অভিনেত্রী আলিয়া
বলিউডের প্রথম তিন অভিনেত্রীর মধ্যে নাকি আলিয়া ভাট পড়েন। এটাই বলিউড-বিশেষজ্ঞদের দাবি। এমনকী, এখন সেরা অভিনেত্রী হওয়ার জন্য দীপিকার সঙ্গে আলিয়ার একটা লড়াই চলছে। সমালোচকদের মতে, সঞ্জয় লীলা বনশালীর ছবি গঙ্গুভাই কাঠিয়াওয়াড়িতে অসাধারণ অভিনয় করেছেন আলিয়া।
ঝুঁকি সফল
গঙ্গুভাই-তে নায়িকার ভূমিকায় অভিনয় করার কথা ছিল দীপিকার। কিন্তু শেষপর্যন্ত আলিয়ার কাছে প্রস্তাব আসে। তখন অনেকে বলেছিলেন, আলিয়াকে এই চরিত্রে মানাবে না। কিন্তু বনশালী ঝুঁকি নিয়েছিলেন এবং সেই ঝুঁকি সফল বলে সমালোচকদের অনেকেই মনে করছেন।
রণবীরকেও পেলেন আলিয়া
একটা সময় রণবীর কাপুর ও দীপিকাকে নিয়েও জল্পনা কম ছিল না। তাদের বিয়ের গুজবে সরগরম ছিল বলিউড। তবে দীপিকার বিয়ে হয়েছে রণবীর সিংয়ের সঙ্গে। রণবীর কাপুরকে শেষপর্যন্ত পেয়ে গেছেন আলিয়া।
উৎসাহ তুঙ্গে
রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে বলিউডে উৎসাহ তুঙ্গে। মেহেন্দি অনুষ্ঠানেই দেখা গেছে, যারা আসছেন, তাদের গাড়ির উপর রীতিমতো চড়াও হয়েছেন চিত্রসাংবাদিকরা। যেমন তারা হয়েছিলেন করিনা ও করিশ্মার গাড়ির উপর।