1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রবিবার শুরু হচ্ছে ষষ্ঠ‍ প্রমীলা ফুটবল বিশ্বকাপ

২৪ জুন ২০১১

মাঝে আর মাত্র একদিন৷ তারপর রবিবার থেকে জার্মানিতে শুরু হচ্ছে ষষ্ঠ‍ প্রমীলা ফুটবল বিশ্বকাপ৷ এই টুর্নামেন্টে জার্মানি ও যুক্তরাষ্ট্র দু’বার করে শিরোপা অর্জন করেছে৷ আর নরওয়ে চ্যাম্পিয়ন হয়েছে একবার৷

https://p.dw.com/p/11iuw
প্রমীলা বিশ্বকাপের ট্রফিছবি: picture-alliance/dpa

সাবেক ফিফা প্রেসিডেন্ট ড. হোয়াও হ্যাভেল্যাঞ্জের জোরালো উদ্যোগে ১৯৯১ সালে প্রথমবারের মতো মহিলাদের জন্য ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল৷

আর এবার, মোট ১৬টি দেশ চার গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছে৷ ‘এ' গ্রুপে রয়েছে চারটি দেশ৷ সেগুলি হচ্ছে - বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক জার্মানি, কনকাকাফ চ্যাম্পিয়ন ক্যানাডা, নাইজিরিয়া এবং ফ্রান্স৷

শেষ দুই বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি এবারও সেরা হতে চায়৷ বিশ্বকাপের আগে খেলা প্রস্তুতি ম্যাচগুলোতে ভাল করায়, জার্মানদের মনে সেই আশা আরও বেড়েছে৷ জার্মান দলে রয়েছেন গোলরক্ষক নাদিনে আঙ্গেরের, যিনি গত বিশ্বকাপে ৫৪০ মিনিট মাঠে থেকে একটিও গোল খাননি! এছাড়াও রয়েছেন বুন্ডেসলিগার সবচেয়ে দামি খেলোয়াড় ফাতমির বাজরামাজ, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেরা স্কোরার আলেকজান্দ্রা পোপ আর অধিনায়ক বিরগিট প্রিন্সের মতো সেরা খেলোয়াড়রা৷

Der offizielle WM-Ball Speedcell mit Logo
এবারের আসরের ফুটবল আডিডাস কোম্পানির স্পিডসেলছবি: picture-alliance/dpa

এরপর গ্রুপ ‘বি'তে খেলবে জাপান, নিউজিল্যান্ড, মেক্সিকো এবং ইংল্যান্ড৷ এর মধ্যে ফেভারিট ধরা হচ্ছে ইংল্যান্ড ও জাপানকে৷

গ্রুপ ‘সি'তে রয়েছে চারটি দল৷ এগুলো হলো বিশ্বের এক নম্বর দল যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া, কলম্বিয়া এবং সুইডেন৷ এর মধ্যে যুক্তরাষ্ট্র দুইবারের চ্যাম্পিয়ন হলেও, এবার বাছাই পর্ব পার হতে তাদের বেশ কাঠখড় পোড়াতে হয়েছে৷ মেক্সিকোর কাছে হার, তারপর ইটালির সঙ্গে প্লে অফ পার হয়ে তবেই চূড়ান্ত পর্বে আসতে পেরেছে যুক্তরাষ্ট্র৷

গ্রুপ ‘ডি'তে যে চারটি দল খেলছে, তারা হলো গতবারের রানার্স আপ ব্রাজিল, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ে, এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আর আফ্রিকান রানার্সআপ ইকুয়েটরিয়াল গিনি৷ এবারের আসরে এই গ্রুপটিই সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ৷ পুরুষ ফুটবলে বিশ্বজয়ের রেকর্ড থাকলেও, ব্রাজিলের প্রমীলারা এখন পর্যন্ত একবারও ছুঁতে পারেনি বিশ্বকাপের শিরোপা৷ গতবার অবশ্য খুব কাছে যায় তারা৷ কিন্তু ফাইনালে জার্মানির কাছে ২-০ গোলে হার সেই স্বপ্ন ভেঙে দেয়৷

বি‍‍শ্বকাপের ফাইনাল হবে জুলাই মাসের ১৭ তারিখে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেরারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান