1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রবীন্দ্রনাথকে উৎসর্গ করে মুক্তি পাচ্ছে ব্রিটিশ-বাঙালি ছবি

৫ নভেম্বর ২০১০

আবার পর্দায় ফিরছেন শর্মিলা ঠাকুর৷ সঙ্গে কন্যা সোহা আলী খান৷ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক সঙ্গীতা দত্তর ‘লাইফ গোজ অন’ ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ জন্ম শতবর্ষ উপলক্ষ্যে কবিগুরুকেই উৎসর্গ করা হয়েছে৷

https://p.dw.com/p/PzTm
শর্মিলা ঠাকুরছবি: UNI

ছবির কাহিনীর রূপরেখা শেক্সপিয়ারের ‘কিং লিয়ার' অবলম্বনে৷ ছবির গানের আবহ রবীন্দ্রসংগীতকে কেন্দ্র করে৷ হিন্দী ভাষায় রবীন্দ্রসংগীত অনুবাদ করেছেন জাভেদ আখতার৷ ছবির পরিচালক বাঙালি, জন্মেছেন ব্রিটেনে৷ সুরকারও ব্রিটিশ বংশোদ্ভূত বাঙালি সৌমিক দত্ত, যিনি ব্রিটেনের সংগীত জগতে ইতিমধ্যেই বেশ খ্যাতি অর্জন করেছেন৷ অভিনেতাদের মধ্যে শর্মিলা ঠাকুর ও সোহা আলী খান ছাড়াও রয়েছেন ওম পুরি ও গিরিশ কারনাড৷

Die Schauspielerin Soha Ali Khan
সোহা আলী খানছবি: AP

পরিচালক সঙ্গীতা দত্ত বললেন, ইরাক যুদ্ধ, গোটা বিশ্বে সন্ত্রাসবাদ ও বেড়ে চলা হিংসার কারণে ইসলাম ধর্ম সম্পর্কে বিরূপ মনোভাব ছড়িয়ে পড়ছে৷ এমনই এক প্রেক্ষাপটে তিনি ভুল ধারণা ও ভয় কাটিয়ে তোলার এক কাহিনী শোনাবার প্রেরণা পেয়েছেন৷ ভারতীয় বংশোদ্ভূত অভিবাসী পরিবারের সদস্য হিসেবে সঙ্গীতা ১৯৪৭ সালের দেশভাগ ও হিন্দু-মুসলিম দাঙ্গার আঁচ পেয়েছেন৷ দুই সম্প্রদায়ের একাংশের মধ্যে পরস্পর সম্পর্কে ভুল ধারণা আজও রয়ে গেছে৷

ছবির অভিনেতারাও এমন এক অভিজ্ঞতার স্বাদ পেয়ে অভিভূত৷ প্রথম বারের মতো নিজের মায়ের সঙ্গে অভিনয় করতে পেরে সোহা আলী খান আরও রোমাঞ্চিত৷ তাছাড়া এটাই তাঁর প্রথম ইংরেজি ছবি৷

আগামী ডিসেম্বর মাসে উত্তর অ্যামেরিকা ও জানুয়ারি মাসে ব্রিটেনে ‘লাইফ গোজ অন' ছবিটি মুক্তি পাবে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক