রাজধানীর ৪০ থানায় ক্লোজ সার্কিট ক্যামেরা
১০ নভেম্বর ২০০৯জঙ্গি ও বোমা হামলার পর যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ বিশ্বের অনেক দেশের পুলিশি ব্যবস্থা পুরোপুরি ডিজিটাল প্রযুক্তির আওতায় নিয়ে আসা হয়েছে৷ ২০০৫ সালের ১৭ই আগষ্ট সারাদেশে জঙ্গি হামলার মূল টার্গেট ছিল আদালত পাড়া৷ এ কারণে আদালত পাড়ায় ক্লোজ সার্কিট বসিয়ে পুলিশ ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছে৷ যা জানালেন গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মনিরুল ইসলাম৷
তিনি জানান, এবার রাজধানীর ৪০টি থানা ওয়াইম্যাক্স প্রযুক্তির আওতায় আসছে এবং সব থানায় ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হচ্ছে৷ প্রতি থানায় থাকবে ৮টি ক্যামেরা৷ আর এর নিয়ন্ত্রণ কক্ষ থাকবে পুলিশ কমিশনারের অফিসে৷
পুলিশ কমিশনার শহীদুল হক জানান, ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে থানাগুলোর কাজ সরাসরি মনিটর করা যাবে৷ কোন অনিয়ম দুর্নীতি হলে তা দেখা সম্ভব হবে৷
তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সব থানাই এই প্রযুক্তির আওতায় আনা হবে৷
প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আবদুস সাত্তার