রেলমন্ত্রীর পদত্যাগ
১৩ এপ্রিল ২০১২সোমবার গভীর রাতে পিলখানা সদর দপ্তরের সামনে থেকে রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক এবং পূর্বাঞ্চল রেলের জিএম ইউসুফ আলি মৃধাকে এপিএস-এর গাড়িতে ৭০ লাখ টাকাসহ আটক করে বিজিবি৷ কিন্তু মঙ্গলবার সকালে তাদের টাকাসহ ছেড়ে দেয়া হয়৷ এনিয়ে চলেছে সারাদেশে তোলপাড়৷
আর আজ, বোমা ফাটিয়েছেন বাংলাদেশ রেলওয়ে কর্মচারী সংগ্রাম কমিটির নেতারা৷ তারা বৃহস্পতিবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, পূর্বাঞ্চল রেলে ৭৪০০ কর্মচারী নিয়েগে কোটি কোটি টাকার ঘুস বাণিজ্য হয়েছে৷ সর্বশেষ ট্রেড অ্যাপ্রেনটিস নিয়োগে পূর্বাঞ্চল রেলের জিএম ইউসুফ আলি মৃধাকে মন্ত্রীর নামে ১০ কোটি ঢাকা ঘুস আদায় করেছেন৷ প্রতিজনের কাছ থেকে ২/৩ লাখ টাকা করে নেয়া হয়েছে৷ তবে তারা জানে না রেলমন্ত্রী নিজে এই টাকা নিয়েছেন কিনা৷ সংগ্রাম কমিটির আহবায়ক মোখলেসুর রহমান জানান, তদন্ত করলে সব বেরিয়ে আসবে৷ সোমবার রাতে জিএম ইউসুফ আলি মৃধা এপিএস-এর গাড়িতে ছিলেন৷
এদিকে, ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাজোট সরকারের অংশীদার জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, রেলওয়েতে যে দুর্নীতির তথ্য বেরিয়ে এসেছে সরকারকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে৷ আর রেলমন্ত্রীকে তাঁর স্বচ্ছতা প্রমাণ করতে হবে৷
অন্যদিকে, বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রেলমন্ত্রণালয়ে দুর্নীতির বিষয়টি এখন সবার কাছে পরিষ্কার হয়ে গেছে৷ তাই এটা নিয়ে আর চক্রান্ত খোঁজার কোনো মানে হয়না৷ আর বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, রাজনীতিবিদদের মুখ রক্ষায় এখন রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত৷
রেলমন্ত্রীর এপিএস-এর গাড়িতে ৭০ লাখ টাকার ঘটনার পরদিন থেকে এপিএস-এর গাড়ির ড্রাইভার আলী আযমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা৷ আলী আযমই টাকা ভর্তি গাড়িটি সোমবার রাতে হঠাৎ করে পিলখানা বিজিবি সদর দপ্তরের ভিতের ঢুকিয়ে দিয়েছিল৷ পুলিশ জানিয়েছে, তাদের কাছে ড্রাইভারকে হস্তান্তর করা হয়নি৷ সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে যে, ছাড়া পাওয়ার পর এপিএস ওমর ফারুক ঐ ৭০ লাখ টাকা তাঁর মার্কেন্টাইল ব্যাংকে জমা রেখেছেন৷ আর ব্যাংক ওই টাকা জমা নেয়ার পর, তাকে অস্বাভাবিক লেনদেন হিসেবে দেখিয়ে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করেছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ