1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রানা প্লাজায় নিহতদের নিয়ে গান

২২ এপ্রিল ২০১৬

কাজরি, আজিজুল, শহিদুল, হাবিবুল, শেফালি, মুন্নি, আমিরুল, নার্গিস, মনিকা অথবা আমিনা – এক হাজার একটির মতো নাম৷ তাঁদের কারুরই আজ আর কোনো অস্তিত্ব নেই৷ তারপরও কালের সাক্ষী হয়ে থাকবেন সবাই একটা গানের মধ্য দিয়ে৷

https://p.dw.com/p/1IaR0
ছবি: picture-alliance/AP

৪ঠা এপ্রিল ২০১৩৷ পোশাক শিল্পের ইতিহাসে নিষ্ঠুরতম দিন৷ সেদিন রানা প্লাজা ধসে জীবনের সব স্বপ্ন হারিয়ে চিরকাঙাল হয়েছে হাজারো প্রাণ৷ রাষ্ট্র কিংবা মালিকের কাছে তাঁরা যেন শুধু কতগুলো সংখ্যা, মুনাফা তৈরির যন্ত্র কিংবা স্রেফ কতগুলো হারিয়ে যাওয়া নাম৷

সাদা-কালো একটা ভিডিও, যাতে ক্লিক করলেই শুনতে পারবেন গানটি৷ কিন্তু সেই গানে ঐ নামগুলো ছাড়া আর কোনো কথা নেই৷ নেই নিহত-নিখোঁজ শ্রমিকদের জীবনসংগ্রাম, স্বপ্ন ও সব হারানোর গল্প৷ নেই গুচ্ছ গুচ্ছ আলোচনা, শোকের কথা বা আহাজারি৷ আছে শুধু কতগুলো নাম৷

তারপরও এই পৌনঃপুনিকতা রক্ত যেন হিম করে দেয়, প্রাণনাশী দুর্ঘটনার শিকার ঐ মানুষগুলোর জন্য কেঁদে ওঠে মন, মনন৷ শুধু কতগুলো নামই চোখে পানি এনে দেয়৷

ডিজি/এসিবি

গানটা কেমন লাগলো জানাতো ভুলবেন না কিন্তু!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান