1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রুশ কেলেঙ্কারিতে জেরার মুখে ট্রাম্প?

২৫ জানুয়ারি ২০১৮

প্রাক্তন এফবিআই প্রধান রবার্ট মালার ট্রাম্প টিমের সঙ্গে রাশিয়ার যোগাযোগ ও সে বিষয়ে তদন্তে বাধা নিয়ে তদন্ত করছেন৷ এবার প্রেসিডেন্ট ট্রাম্প স্বয়ং জানিয়েছেন, তিনি জেরার মুখোমুখি হতে প্রস্তুত৷

https://p.dw.com/p/2rTlM
ডোনাল্ড ট্রাম্প
ছবি: picture-alliance/AP Photo/C. Kaster

একের পর এক কঠিন বাধা কাটিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ কিন্তু রাশিয়া কেলেঙ্কারি সংক্রান্ত তদন্তে জেরার মুখে পড়লে তাঁর ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকেই রাশিয়ার ভূত তাড়াতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর জয়ের পেছনে রাশিয়ার সক্রিয় ভূমিকা ছিল কিনা এবং সে বিষয়ে তিনি ও তাঁর সহযোগীরা কতটা জানতেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে বিভিন্ন পর্যায়ে একাধিক প্রচেষ্টা দেখা গেছে৷ সেই উদ্যোগ বন্ধ করতে প্রেসিডেন্ট হিসেবে তিনি হস্তক্ষেপ করেছেন কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে৷ বিশেষ করে তৎকালীন এফবিআই প্রধান জেমস কোমি-কে বরখাস্ত করে তিনি এই সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছেন৷

শেষ পর্যন্ত গোটা বিষয়ের তদন্তের ভার নিয়েছেন প্রাক্তন এফবিআই প্রধান রবার্ট মালার৷ সম্প্রতি অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস তার জেরার মুখোমুখি হয়েছেন৷ এই তদন্ত নিয়ে একাধিক বার ক্ষোভ প্রকাশ করলেও প্রেসিডেন্ট ট্রাম্প এবার জানিয়েছেন, তিনি সত্য কথা বলার শপথ নিয়ে ‘খুশিমনে' মালার-এর প্রশ্নের জবাব দিতে প্রস্তুত৷ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাঁকে জেরা করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প৷

বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প যা বলেছেন, তার ফলে তাঁর আইনজীবীরা বেশ অস্বস্তিতে পড়েছেন৷ হোয়াইট হাউসের আইনজীবী টাই কব বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আসলে রবার্ট মালার-এর সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হয়েছেন মাত্র৷ তবে এক্ষেত্রে আইনজীবীদের পরামর্শ অনুযায়ী তিনি অগ্রসর হবেন৷ মালার ও ট্রাম্প মুখোমুখি বসে সংলাপ চালাবেন, নাকি লিখিত প্রশ্নের লিখিত উত্তর দেবেন, সে বিষয়টিও স্থির করতে হবে৷ অথবা দুইয়ের মিশ্রণও সম্ভব৷ দুই পক্ষের মধ্যে এ বিষয়ে রফায় আসতে হবে৷

গোপনীয়তার বেড়াজালে তদন্ত চালিয়ে যাচ্ছেন রবার্ট মালার৷ এর মধ্যে তিনি একাধিক ব্যক্তিকে জেরা করেছেন৷ আগামী কয়েক দিনে তিনি হোয়াইট হাউসের প্রাক্তন উপদেষ্টা স্টিভ ব্যাননকেও জেরা করবেন বলে শোনা যাচ্ছে৷ শোনা যাচ্ছে, সিআইএ প্রধান মাইক পম্পেও-কেও জেরা করেছেন মালার-এর সহযোগীরা৷ তবে এ বিষয়ে কিছু জানা যায়নি৷

এসবি/ডিজি (এএফপি, রয়টার্স)