রাশিয়া বিশ্বকাপের যত পুরস্কার
ঘটন-অঘটন-অতিঘটনের রাশিয়া বিশ্বকাপ খুঁজে পেয়েছে আসরের সেরাদের৷ ছবিঘরে চলুন দেখে নিই একনজর৷
শিরোপা
বিশ্বকাপ ফুটবল ২০১৮-এর শিরোপা ঘরে তুলেছে ফ্রান্স৷ ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পড়েছে তারা৷
গোল্ডেন বল
রাশিয়া বিশ্বকাপের সেরা খেলোয়াড় কে? কয়েকজনের নাম আসতে পারে৷ যেমন, বেলজিয়ামের হ্যাজার্ড, ফ্রান্সের এমবাপ্পে কিংবা গ্রিসমান৷ কিন্তু সবাইকে ছাড়িয়ে গেছেন যিনি, তিনি লুকা মদ্রিচ৷ ক্রোয়েশিয়ান ‘নাম্বার টেন’ তাই এবার জিতেছেন গোল্ডেন বল৷
গোল্ডেন বুট
ইংল্যান্ড সেমিফাইনালে হেরেছে ক্রোয়েশিয়ার কাছে৷ এরপর তৃতীয় নির্ধারণী ম্যাচেও হেরেছে বেলজিয়ামের কাছে৷ এই দুই ম্যাচে কোনো গোল করেননি ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন৷ এমনকি সুইডেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়ের দিনও কোনো গোল পাননি তিনি৷ কিন্তু তার আগেই করে ফেলেছেন ছয় গোল, যা আর কেউ টপকাতে পারেননি৷ তাই তিনি জিতেছেন গোল্ডেন বুট৷
গোল্ডেন গ্লাভস
টিবো কোর্তোয়া জিতেছেন গোল্ডেন গ্লাভস৷ সব মিলিয়ে সাত ম্যাচে ২৭টি প্রায় নিশ্চিত গোল বাঁচিয়েছেন তিনি৷ তাই জিতে নিয়েছেন গোল্ডেন গ্লাভস পুরস্কার৷
সেরা উদীয়মান খেলোয়াড়
বলাই বাহুল্য এই কৃতিত্বের ভাগীদার একমাত্র ফ্রেঞ্চ স্ট্রাইকার এমবাপ্পেই৷ ৭ ম্যাচে ৪টি গুরুত্বপূর্ণ গোল করেছেন৷ একইসঙ্গে পেলের পর তিনিই একমাত্র টিনএজার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন৷
ফেয়ার প্লে
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটি ঘরে তুলেছে স্পেন৷ রাশিয়ার কাছে হেরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে বিদায় নিলেও এই স্বীকৃতি সান্তনা হয়ে থাকবে টিকি-টাকাদের৷