1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া সম্মেলন

২২ ফেব্রুয়ারি ২০১২

আগামী শুক্রবার টিউনিসে যে ‘ফ্রেন্ডস অফ সিরিয়া' সম্মেলন আয়োজিত হচ্ছে, রাশিয়া তা'তে যোগদান করবে না বলে জানিয়েছে৷ এর অর্থ, রাশিয়া আবার পশ্চিমের সরাসরি বিরোধিতা করল৷

https://p.dw.com/p/146j1
ছবি: Reuters

টিউনিসের ‘সিরিয়ার বান্ধব' সম্মেলন একদিকে আরব এবং পশ্চিমা দেশ, অন্যদিকে সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলির একটি বৈঠকে পরিণত হতে চলেছে৷ কেননা চীন এই মঙ্গলবারেই তার যোগদান সম্বন্ধে স্পষ্ট কিছু বলতে অস্বীকার করেছে৷ শুধু জানিয়েছে যে, ‘‘সম্মেলনের উদ্দেশ্য, কর্মপদ্ধতি ইত্যাদি বিচার করে দেখা হচ্ছে''৷ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি তার চেয়ে অনেক বেশি স্পষ্ট এবং আত্মবিশ্বাসে ভরপুর৷ মস্কোর মতে টিউনিসের সম্মেলন নাকি ‘‘একটি অভ্যন্তরীণ সংঘাতে এক পক্ষকে অন্য পক্ষের বিরুদ্ধে সমর্থন করার উদ্দেশ্যে'' ডাকা হয়েছে৷ ‘‘আমরা এই সম্মেলনে যোগদানের প্রস্তাব গ্রহণ করতে পারি না৷''

টিউনিশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রফিক আবদেসসালাম'এর বিবৃতি অনুযায়ী সম্মেলনে সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল বা এসএনসি'র প্রতিনিধিরা উপস্থিত থাকবেন৷ রাশিয়া বলছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কোনো প্রতিনিধি সম্মেলনে উপস্থিত না থাকায় তা সমমনাদের বৈঠকে পরিণত হবে এবং সিরিয়ার বাস্তব পরিস্থিতির উপর তার কোনো প্রভাবই পড়বে না৷

Syrien Protest
ছবি: picture-alliance/dpa

লিবিয়ার ব্যাপারে একটি অনুরূপ জোট লিবিয়ার আকাশে উড়াল নিষেধ এলাকার ব্যবস্থা করেছিল, রাশিয়া সেটা ভোলেনি৷ এখন রাশিয়া বলছে, ‘সিরিয়ার বান্ধব' সম্মেলনেও সিরিয়া সরকারের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে৷ আরো বড় কথা বিরোধী পক্ষকে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হবে৷ রাশিয়ার মতে তা হবে ‘‘আসাদ সরকারের ওপর সরাসরি আক্রমণ''৷ যার ফল হবে ‘‘আরো বেশি রক্তপাত, একটি গৃহযুদ্ধ এবং সিরিয়া খণ্ডিত হওয়ার সম্ভাবনা, যার আঞ্চলিক ফলশ্রুতি গুরুতর হবে,'' বলে মন্তব্য করেছেন জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভিতালি চুর্কিন৷

ওদিকে পশ্চিমেরও ভয় যে, সিরিয়ার বিদ্রোহী সেনাদলের মধ্যেও স্থানীয় আল-কায়েদা এবং অন্যান্য সশস্ত্র উগ্রপন্থি গোষ্ঠীরা ঢুকে পড়ছে৷ রাশিয়াও ঠিক সেই অনুপাতেই সিরিয়া সম্পর্কে তার অবস্থান সম্পর্কে আরো আস্থাবান হয়ে উঠছে৷ অপরদিকে মস্কো স্বয়ং দামেস্কের উপর মানবিক সাহায্য আসার জন্য সীমান্ত খুলে দেবার জন্য চাপ দিচ্ছে৷ চুর্কিন বলেছেন আগামী কয়েক দিনের মধ্যেই এ'বিষয়ে কতগুলি প্রস্তাব দেওয়া হবে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য