সিরিয়ায় নির্বিচারে হত্যা
৩০ ডিসেম্বর ২০১৫সিরিয়ায় রাশিয়ার ভূমিকায় শুরু থেকেই অসন্তুষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র৷ আইসিস দমনকে মূল লক্ষ্য না রেখে আসাদ প্রশাসনকে ক্ষমতায় টিকিয়ে রাখতেই পুটিন সামরিক অভিযান শুরু করেছেন বলে অভিযোগ শোনা যায়৷ আসাদ-বিরোধী বিদ্রোহীদের উপর রুশ বিমান হামলা বার বার সমালোচনার মুখে পড়েছে৷ এবার মস্কোর বিরুদ্ধে বিমান হামলায় কয়েক'শ নিরীহ মানুষের হত্যার অভিযোগ আনলো ওয়াশিংটন৷
অ্যামেরিকার মতে, বিশেষ করে এলোপাতাড়ি হামলা ও ক্লাস্টার বোমার ব্যবহারের ফলে নিরীহ মানুষের ক্ষতি হচ্ছে৷ চলতি সপ্তাহের শুরুতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ-এর কাছে এ বিষয়ে গভীর দুশ্চিন্তা প্রকাশ করেছেন৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-ও এই মর্মে অভিযোগ তুলেছে৷ রাশিয়া অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে৷
এমন এক সময় মার্কিন প্রশাসন এই কড়া অভিযোগ আনলো, যখন সিরিয়ায় রাজনৈতিক সমাধানসূত্রের এমন এক সার্বিক উদ্যোগের প্রস্তুতি চলছে, রাশিয়ার সহায়তা ছাড়া যার সাফল্য সম্ভব নয়৷ আগামী মাসেই আসাদ প্রশাসন ও বিরোধীদের মধ্যে এই লক্ষ্যে আলোচনা শুরু হবার কথা৷
অন্যদিকে সম্প্রতি বিদ্রোহী নেতা জাহরান আলুশ-এর হত্যাকাণ্ডের ফলে আইএস-বিরোধী সিরিয়ার সব শক্তির ঐক্যের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ এই হত্যাকাণ্ডে রাশিয়ার প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকার অভিযোগ শোনা যাচ্ছে৷
এদিকে ইরাকে রামাদি শহর হাতছাড়া হয়ে যাবার পর আরও কোণঠাসা হয়ে পড়ছে আইএস৷ গত এক মাসে মার্কিন নেতৃত্বে কোয়ালিশন বিমান হামলায় ১০ জন আইএস নেতা নিহত হয়েছে৷ মার্কিন সেনা সূত্র অনুযায়ী, তাদের মধ্যে কয়েকজন প্যারিস হামলার সঙ্গে যুক্ত ছিল৷
এসবি/ডিজি (এএফপি, এপি)