1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ার উপর আসছে আরো নিষেধাজ্ঞা

২৩ ফেব্রুয়ারি ২০২২

ইউক্রেনের ডনবাস অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়ায় অ্যামেরিকা, ইইউ ও জার্মানি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপাচ্ছে৷ ইউক্রেনে রাশিয়ার আরো সামরিক তৎপরতার আশঙ্কা করছে ন্যাটো৷

https://p.dw.com/p/47RvU
জো বাইডেন
জো বাইডেনছবি: Chris Kleponis/CNP/picture alliance

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন শুধু ইউক্রেনের ঐক্য ও অখণ্ডতা আবার চ্যালেঞ্জ করে বিরত থাকবেন, না ধাপে ধাপে গোটা দেশটি দখল করার পথে অগ্রসর হবেন, তা এখনো স্পষ্ট নয়৷ পূবের ডনবাস এলাকার দনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে ‘স্বাধীন প্রজাতন্ত্রের’ স্বীকৃতি দিয়ে সেখানে আপাতত রুশ ‘শান্তিরক্ষী’ সেনা মোতায়েনের তোড়জোড় করছে রাশিয়া৷

এমন পদক্ষেপের কড়া নিন্দার পাশাপাশি প্রাথমিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে পশ্চিমা জগত৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করে রাশিয়ার উপর বেশ কিছু আর্থিক নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত ঘোষণা করেন৷ সে দেশের দুটি আর্থিক প্রতিষ্ঠান, কয়েকজন রুশ শিল্পপতি ও তাঁদের পরিবারের সদস্যরা সেই শাস্তিমূলক পদক্ষেপের আওতায় থাকছে৷ ইউক্রেনের উপর আরো আগ্রাসন ঘটলে আরো কড়া নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে মার্কিন প্রশাসন৷ বর্তমান পরিস্থিতিতে পুটিনের সঙ্গে বাইডেনের শীর্ষ বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও চলতি সপ্তাহে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করছেন না৷ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীও লাভরভের সঙ্গে বৈঠক বাতিল করেছেন৷ নিষেধাজ্ঞার পাশাপাশি বাল্টিক অঞ্চলের ন্যাটো সদস্য দেশ ও পোল্যান্ডে আরও সৈন্য ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে মার্কিন প্রশাসন৷

ইউরোপীয় ইউনিয়নও ঐক্যবদ্ধ হয়ে রাশিয়ার উপর প্রাথমিক নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নিয়েছে৷ যে সব রুশ জনপ্রতিনিধি ইউক্রেনের ভূখণ্ডে দুই রুশ-প্রধান অঞ্চলের স্বাধীনতার পক্ষে রায় দিয়েছেন, তাঁরা ছাড়াও আরও ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান সেই তালিকায় রয়েছে৷ জার্মানি বিতর্কিত ‘নর্ড স্ট্রিম ২’ গ্যাস পাইপলাইন চালু করার ছাড়পত্র আপাতত মুলতুবি রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ ফলে প্রকল্পের কাজ শেষ হলেও সরাসরি রাশিয়া থেকে জার্মানিতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ আপাতত সম্ভব হবে না৷ ব্রিটেন, ক্যানাডা, অস্ট্রেলিয়া ও জাপানও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে৷

ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, কিছু রুশ সৈন্য ইতোমধ্যেই ডনবাস অঞ্চলে প্রবেশ করেছে৷ রাশিয়া ইউক্রেনের উপর পুরোদমে হামলা চালাতে পারে বলে তিনি আশঙ্কা করছেন৷ মঙ্গলবার রুশ সংসদের উচ্চ কক্ষ সে দেশের সেনাবাহিনীকে বিদেশে সশস্ত্র অভিযানের ঢালাও ছাড়পত্র দেওয়ায় সেই আশঙ্কা আরো বেড়ে যাচ্ছে৷ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় কিয়েভসহ ইউক্রেনের সব দূতাবাসের কর্মীদের প্রত্যাহার করার সিদ্ধান্ত ঘোষণা করেছে৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবশ্য এখনো যুদ্ধের আশঙ্কা দেখছেন না৷ তবে উত্তেজনা বাড়লে তিনি দেশে সামরিক আইন কার্যকরার করার ইঙ্গিত দিয়েছেন৷

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)