রাশিয়ার সঙ্গে আরো শক্তিশালী সামরিক চুক্তি উত্তর কোরিয়ার
১২ নভেম্বর ২০২৪উত্তর কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি আরো জোরদার করা হয়েছে। বলা হয়েছে, তাদের মধ্যে কোনো একটি দেশে যদি সশস্ত্র আক্রমণ হয়, তা হলে এক দেশের সেনা অন্যদেশকে সাহায্য করবে।
উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম কেসিএনএ। সেখানে প্রকাশিত খবরে বলা হয়েছে, দেশের প্রধান কিম জং উন ইতিমধ্যেই ডিক্রি জারি করে রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তির এই অংশটি গ্রহণ করেছেন। তার আগে রাশিয়ার পার্লামেন্ট চুক্তির এই অংশটি গ্রহণ করেছিল।
বস্তুত, রাশিয়ার পার্লামেন্টে কার্যত সর্বসম্মতিক্রমে এই বিলটি পাশ হয়েছে। চুক্তির পরিবর্ধিত অংশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন সইও করেছেন।
এর আগে জুন মাসে পুটিন উত্তর কোরিয়া সফরে গেছিলেন। তখনই উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তি সই হয়েছিল রাশিয়ার। যা নিয়ে বিশ্ব মঞ্চে যথেষ্ট বিতর্ক হয়েছিল। সেই বিতর্কিত চুক্তি আরো পরিবর্ধন করা হলো।
উত্তর কোরিয়ার সেনা ইউক্রেন যুদ্ধে
কিছুদিন আগেই ইউক্রেন অভিযোগ করেছিল, রাশিয়ার সীমান্তে ইউক্রেনের সেনার সঙ্গে উত্তর কোরিয়ার সেনার লড়াই হয়েছে। স্পষ্ট হয়ে গেছে যে, উত্তর কোরিয়ার সেনা রাশিয়াকে সরাসরি সাহায্য করছে এবং ইউক্রেন যুদ্ধে তারা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে যুদ্ধ করছে।
এর আগে ইউক্রেন অভিযোগ করেছিল, উত্তর কোরিয়া মিসাইল এবং গোলা-বারুদ দিয়ে রাশিয়াকে সাহায্য করছে। যা নিয়ে জাতিসংঘেও আলোচনা হয়েছিল।
এরই মধ্যে উত্তর কোরিয়া এবং রাশিয়ার এই চুক্তি বিতর্ক আরো উসকে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)