রাশিয়ার সামরিক সাহায্য চান দুই বিচ্ছিন্নতাবাদী নেতা
২৪ ফেব্রুয়ারি ২০২২ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সংবাদসংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছেন, ইউক্রেনের লুহানস্ক ও দোনেৎসক পিপলস রিপাাবলিকের দুই নেতা ডেনিস পুশলিন ও লেওনিড পাসেশনিক রাশিয়ার কাছ থেকে সাহায্য চেয়েছেন। তারা জানিয়েছেন, ইউক্রেনের সেনা সেখানে সমানে আগ্রাসন চালাচ্ছে। তা ঠেকাতে গেলে রাশিয়ার সামরিক সাহায্য দরকার।
বিদ্রোহীদের অনুরোধ
পেশকভ জানিয়েছেন, দুই বিদ্রোহী নেতা পুটিনকে লিখেছেন যে, ইউক্রেনের সেনা প্রবল গোলাবর্ষণ করছে। এর ফলে সাধারণ মানুষ মারা যাচ্ছেন। এই দুই নেতার মতে, ইউক্রেন যে ডনবাসে যুদ্ধ থামাতে চাইছে না, তা তাদের এই আচরণ থেকেই স্পষ্ট।
বিচ্ছিন্নতাবাদী নেতারা প্রথমে বলেছিলেন, তারা নিজেরাই নিজেদের সুরক্ষা দিতে পারবেন। কিন্তু এখন তারা সুরক্ষার জন্য রাশিয়ার সাহায্য চাইছেন। তারা বলেছেন, ইউক্রেনের সেনার আগ্রাসনের ফলে বহু মানুষ ঘর ছেড়েছেন। তারা রাশিয়া চলে গেছেন। ইউক্রেনের সেনা এই অঞ্চলে যাবতীয় পরিকাঠামো ধ্বংস করছে।
জিএইচ/এসজি (এএফপি, এপি, ইন্টারফ্যাক্স)