রাশিয়ার হাইপারসনিক মিসাইল কিনজালের আদ্যোপান্ত
সম্প্রতি রাশিয়ার ছয়টি হাইপারসনিক মিসাইল কিনজাল ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন৷ রাশিয়া এই দাবি প্রত্যাখ্যান করেছে৷ কিনজাল আসলে কতটা শক্তিশালী?
রাশিয়ার দাবি, ইউক্রেনের প্রত্যাখ্যান
রাশিয়ার হাইপারসনিক মিসাইল কিনজালের আক্রমণে ইউক্রেনের প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে বলে দাবি করেছে রাশিয়া৷ তবে বুধবার ইউক্রেন রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করেছে৷ এর আগে দুজন মার্কিন কর্মকর্তা জানান, অ্যামেরিকার তৈরি প্যাট্রিয়ট সিস্টেম সম্ভবত ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এটি ধ্বংস হয়নি বলেও তারা মনে করছেন৷
কিনজাল কী
কিনজাল একটি ব্যালিস্টিক মিসাইল যেটি নিউক্লিয়ার বা অন্যান্য অস্ত্র বহন করতে পারে৷ এটি ফাইটার জেটে করে আকাশে নিয়ে গিয়ে ছোড়া হয়৷ ছবিতে একটি ফাইটার জেট থেকে কিনজাল ছোড়া দেখা যাচ্ছে৷
কিনজালের দূরত্ব সীমা, গতি
কিনজাল (ফাইটার জেটের নিচে লাগানো) দেড় থেকে দুই হাজার কিলোমিটার দূরে যেতে পারে৷ সঙ্গে ৪৮০ কিলোগ্রাম ওজন নিতে পারে৷ গতি ঘণ্টায় সর্বোচ্চ ১২ হাজার ২৫০ কিলোমিটার৷
পুটিনের দাবি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ২০১৮ সালের মার্চে কিনজালসহ ছয়টি ‘পরবর্তী প্রজন্মের’ অস্ত্র উদ্বোধন করেছিলেন৷ এটি বর্তমান ও ভবিষ্যতের মিসাইল ডিফেন্স সিস্টেম ভেদ করতে সক্ষম বলে সেই সময় তিনি দাবি করেছিলেন৷
প্রথম ব্যবহার
সামরিক বিশ্লেষকেরা বলছেন, রাশিয়া ২০২১ সালে প্রথমবারের মতো সিরিয়ায় কিনজালসহ ফাইটার জেট পাঠিয়েছিল৷
ইউক্রেনে প্রথম ব্যবহার
২০২২ সালের ১৯ মার্চ ইউক্রেনের দক্ষিণপশ্চিমাঞ্চলে প্রথম কিনজাল মিসাইল ছো়ড়ার কথা জানিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়৷ এরপর আরও কয়েকবার ইউক্রেনে কিনজাল ছো়ড়া হয়৷
কিনজাল ধ্বংসের দাবি
গত ৬ মে ইউক্রেন জানিয়েছিল, প্যাট্রিয়ট সিস্টেম ব্যবহার করে প্রথমবারের মতো একটি কিনজাল ধ্বংস করেছিল তারা৷ যুক্তরাষ্ট্রও ইউক্রেনের এই তথ্য নিশ্চিত করেছে৷ মঙ্গলবারও রাশিয়ার ছয়টি কিনজাল ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন৷ তবে সেগুলো প্যাট্রিয়ট ব্যবহার করে করা হয়েছে কিনা, তা নিশ্চিত নয়৷ এদিকে, কিনজাল ধ্বংস করার ইউক্রেনের দাবি রাশিয়া প্রত্যাখ্যান করেছে৷
প্যাট্রিয়ট কি কিনজাল ধ্বংস করতে সক্ষম?
যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ১৯৯১ সালের গাল্ফ যুদ্ধে প্রথম ব্যবহার করা হয়েছিল৷ এরপর ২০০৩ সালে ইরাক দখলের সময়ও এটি ব্যবহার করা হয়৷ হাইপারসনিক গতিতে চলা মিসাইল থামাতে প্যাট্রিয়ট সক্ষম কিনা তা জানায়নি প্যাট্রিয়টের নির্মাতা কোম্পানি৷ গত সপ্তাহে প্যাট্রিয়ট ব্যবহার করে কিনজাল ধ্বংস করার যে তথ্য যুক্তরাষ্ট্র দিয়েছে, সেই সময় কিনজাল হাইপারসনিক গতিতে চলছিল কিনা, তাও নিশ্চিত নয়৷