1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পৃথিবীর বুকে আঘাত

১৫ ফেব্রুয়ারি ২০১৩

রাশিয়ার উরাল পার্বত্যাঞ্চলে শুক্রবার সকালে আকাশ থেকে এক জ্বলন্ত বস্তু প্রচণ্ড বিস্ফোরণের পর এসে পড়েছে৷ এটিকে উল্কাপাত বলেই মনে করা হচ্ছে৷ ৪০০-এরও বেশি মানুষ আহত হয়েছে এতে৷

https://p.dw.com/p/17erw
ছবি: REUTERS/OOO Spetszakaz

মস্কো থেকে ১৫০০ কিলোমিটার পূর্বে চেলিয়াবিনস্ক শহরের এক স্বল্প জনবসতিপূর্ণ এলাকায় উল্কার টুকরাগুলি পড়ে৷ রাশিয়ার ত্রাণ প্রতিরক্ষা মন্ত্রনালয়ের পক্ষ থেকে এই তথ্য দেয়া হয়৷

‘‘চারিদিকে প্যানিক ছড়িয়ে পড়ে৷ কী ঘটেছে সে সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না৷ প্রত্যেকেই চারপাশ ঘুরে ঘুরে দেখেছে, সব কিছু ঠিক আছে কিনা তা জানতে৷'' বলেন চেলিয়াবিনস্ক-এর এক বাসিন্দা সের্গেই হামিটভ৷

সের্গেই আরো জানান, ‘‘আমরা বিশাল আলোর ঝলক দেখে বাইরে দেখতে যাই এবং ভীষণ এক গর্জন শুনি৷ পরে আমরা তা সংবাদ মাধ্যমকে জানাই৷''

Russland Meteor in Chelyabinsk
জনবসতির উপর উল্কাপাতের ঘটনা অত্যন্ত বিরলছবি: picture-alliance/dpa

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, বিস্ফোরণের পর ৪০০- এরও বেশি মানুষকে চিকিত্সা দেয়া হয়৷ গুরুতর আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করতে হয়৷

উল্কাপাতে বেশ কয়েকটি ভবন ক্ষয়ক্ষতির শিকার হয়৷ এক দস্তার কারখানার ছাদের অংশবিশেষও ধ্বংস হয়৷

পরিষ্কার আকাশে আসলে কী ঘটেছে, এ নিয়ে মতভেদ রয়েছে৷ জরুরি উদ্ধার মন্ত্রণালয়ের মুখপাত্র ইরিনা রোসিয়ুস জানান, এটা ছিল এক উল্কাবর্ষণ৷ আরেক মন্ত্রনালয়ের প্রতিনিধি এলেনা স্মিরনিখ বলেন, ওটা ছিল একক উল্কাপাত৷

জরুরি বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘‘প্রাথমিক তথ্য অনুযায়ী এটিকে উল্কাপাত বলেই মনে করা হচ্ছে৷ ভূমি থেকে ১০ কিলোমিটার উঁচুতে এটি বিস্ফোরিত হয়েছে৷''

রাশিয়ার টেলিভিশনে প্রচারিত এক অ্যামেচার ভিডিওতে দেখানো হয়েছে, স্থানীয় সময় সকাল নয়টা কুড়ি মিনিটে আকাশ থেকে একটি ভারি বস্তু দ্রুত গতিতে পড়ছে, বিচ্ছুরণ করছে সাদা পুরু এক রেখা এবং তীব্র আলোর ঝলক৷

ধূমকেতু বা গ্রহাণু থেকে সৃষ্ট মহাশূন্য-বর্জ্যের ক্ষুদ্র অংশ পৃথিবীর সাথে ঘর্ষণ লাগলে উল্কা তৈরি হয়৷ এই উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে তাকে বলা হয় ‘মেটিয়র'৷ অধিকাংশ ‘মেটিয়র' বায়ুমণ্ডলেই জ্বলে যায়৷ কোনো কোনোটি টিকে যায় এবং ভূ পৃষ্ঠে আসতে পারে তাদের ‘মেটিয়রাইট' বলা হয়৷

‘‘ইউরোপীয় মহাশূন্য সংস্থা এসার ইঞ্জিনিয়ার রাইনার কের্সকেন রাশিয়ার উল্কাপাত সম্পর্কে বলেন, ‘‘যা কিছু মহাকাশ থেকে পৃথিবীতে পড়ে, তা প্রতি সেকেন্ডে ১১.২ কিলোমিটার গতিতে ধাবিত হয়৷ এটা ভীষণ এক তেজঃশক্তি৷ যা প্রচণ্ড চাপ সৃষ্টি করে৷ বস্তুটি ভূপৃষ্ঠে পতিত হলে বিশাল ক্ষয়ক্ষতিও হতে পারে৷''

আরবি / এসবি (এপি/এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য