রাষ্ট্রীয় সফরে ভারত গেলেন খালেদা জিয়া
২৮ অক্টোবর ২০১২আবার ভারতও চায় বাংলাদেশ-ভারতের মধ্যে যেসব ইস্যু রয়েছে তার সর্বশেষ অবস্থা সম্পর্কে বাংলাদেশের বিরোধী দলকে জানাতে৷
বেগম খালেদা জিয়া ৭ দিনের রাষ্ট্রীয় সফরে ভারত গেছেন আজ সকালে৷ তাঁকে বিদায় দিতে ঢাকার বিমানবন্দরে উপস্থিত বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির জানান, এই সফরে খালেদা জিয়া ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বোচ্চ নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন৷ বৈঠকে তিস্তার পানিবণ্টনসহ দ্বিপাক্ষিত আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হবে৷
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শান্তনু মজুমদার খালেদার এই সফরকে দেখছেন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আগামী নির্বাচনের কূটনীতি হিসেবে৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, খালেদা জিয়া নিজে সম্প্রতি ভারতের স্ট্র্যাটেজিক এনালাইসিস জার্নালে ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর একটি নিবন্ধ লিখেছেন৷ তাতে ভারত সম্পর্কে বিএনপির মনোভাবের ইতিবাচক পরিবর্তন স্পষ্ট হয়েছে৷
আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ডয়চে ভেলেকে জানান, ভারতের যেমন প্রয়োজন রয়েছে দ্বিপাক্ষিক ইস্যুগুলোর ব্যাপারে বাংলাদেশের বিরোধী দলকে তাদের অবস্থান জানানো৷ তেমনি বিএনপিও নির্বাচনের আগে তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে চায়৷
দুজন বিশ্লেষকই মনে করেন চীন সফরের পর খালেদা জিয়ার এই ভারত সফর ভারতের জন্যও গুরুত্বপূর্ণ৷ তাদের মতে, ভারত চায় সম্পর্কের বিষয়ে বাংলাদেশের বড় বাজনৈতিক দল আর সাধারণ মানুষের মনোভাব বুঝতে৷