1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রিবেরি বায়ার্নে থাকছে; ফিলিপ লাম কি জার্মান ক্যাপ্টেন?

২৪ মে ২০১০

চ্যাম্পিয়ন্স লীগের জের শেষ না হতেই বিশ্বকাপের জের শুরু৷ এবং জার্মানিতে এ’ দুটো যেন এবার ওতঃপ্রোত ভাবে জড়িয়ে৷

https://p.dw.com/p/NVS7
মিউনিখের মারিয়েন চত্বরের অভ্যর্থনায় ফ্রঙ্ক রিবেরি (মাঝে)ছবি: AP

জাতীয় একাদশের জন্য এবার বায়ার্ন মিউনিখ থেকে ডাক পড়েছে সাতজন খেলোয়াড়ের৷ কাজেই শনিবার ইন্টার মিলানের বিরুদ্ধে চ্যাম্পিয়নস লীগের ফাইনাল এক হিসেবে ছিল প্রায় জার্মানির খেলা, এবং সেই মতোই জার্মানির ফুটবলমোদীরা, এমনকি যাঁরা বায়ার্নকে দু'চক্ষে দেখতে পারেন না, তাঁরাও বায়ার্নকে সাপোর্ট করেছেন৷ অবশ্য তা'তে বিশেষ কোনো লাভ হয়নি৷ বায়ার্ন ২-০ গোলে হেরেছে৷

কেন বায়ার্ন হারল, তা নিয়ে নানা পণ্ডিতের নানা মত৷ বেকেনবাউয়ার থেকে শুরু করে সকলেই বলছেন, ফ্রঙ্ক রিবেরি থাকলে বায়ার্ন হারতো না৷ ৪৬ মিনিটের মাথায় থমাস ম্যুলার ও'রকম একটা সুবর্ণ সুযোগ নষ্ট না করলেও নয়৷ কিন্তু আসলে বায়ার্ন হেরেছে ইন্টারের খেলোয়াড়দের গড়ে আড়াই বছর বেশী বয়স, এবং তাদের ইউরোপীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার অভিজ্ঞতার কাছে৷ দ্বিতীয়ত, ওয়াল্টার স্যামুয়েল, লুসিও এবং মেইকন নিয়ে গঠিত ডিফেন্স বস্তুত বিশ্বের সেরা৷ সে ব্যূহ ভেদ করতে যে ধরণের ফরোয়ার্ড, এবং তাদের পিছনে যে ধরণের সৃজনীশীল প্লে-মেকার দরকার, শনিবার বায়ার্নের তা ছিল না৷ অর্থাৎ রিবেরি ছিল না৷ ক্লোজে'কে নামানো হয়েছে বড় দেরীতে৷ মারিও গোমেজ'কে নামানোই হয়নি৷ এ'সব নিয়ে মাথা ঘামাবেন এবার বায়ার্নের কোচ লুই ফ্যান গাল৷ তাঁকে এ'ও ভাবতে হবে, রিবেরি না থাকায় খেলার সুযোগ পেয়েছে হামিট আল্টিনটপ, এবং সে যা খেলেছে, তা এক কথায় অনবদ্য৷

ফিলিপ লাম

Deutschland Fußball Philipp Lahm mit Gesundheitsmedaille
ফিলিপ লাম: মেডেলটা কিন্তু বাভারিয়ার স্বাস্থ্য মন্ত্রকেরছবি: AP

আর একজন অক্লান্ত কর্মীকে বাদ দিয়ে যেমন বায়ার্ন, তেমনই জার্মান জাতীয় একাদশকে ভাবা যায় না, এবং তিনি হলেন ফিলিপ লাম৷ জার্মান জাতীয় একাদশের কোচ ইওয়াখিম লোয়েভ বলছেন, তিনি ইতিমধ্যেই মনোস্থির করে ফেলেছেন, মিশায়েল বালাকের পরিবর্তে কে জার্মান ক্যাপ্টেন হবেন৷ বুধবার বায়ার্নের খেলোয়াড়রা প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার পর লোয়েভ তাঁর দল বাতলাবেন৷ তবে মিডিয়ায় জোর জল্পনা-কল্পনা: ক্যাপ্টেনের ফেট্টিটা লাম'ই জড়াবেন৷

ফ্রঙ্ক রিবেরি

ইন্টার জিতল কেন? ফ্রঙ্ক রিবেরি ছিলেন না বলে৷ এই রিবেরি এবার বিশ্বকাপে ফ্রান্সের হয়ে একটা বড় ভূমিকা নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে৷ ২৭ বছরের রিবেরি বস্তুত যখন জিনেদিন জিদান স্বয়ং মাঠে, তখনই চোখে পড়তে শুরু করেছিলেন৷ এবার সেই রিবেরি, যাঁকে নাকি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেড টানতে চেয়েছিল, সেই রিবেরি মিউনিখের মারিয়েন চত্বরে ২৫,০০০ বায়ার্ন ফ্যানের উপস্থিতিতে ভাঙা জার্মানে ঘোষণা করলেন, তিনি আরো পাঁচ বছর বায়ার্নেই থাকছেন৷ চ্যাম্পিয়নস লীগের খেতাবটা হাতছাড়া হবার পরে এর চাইতে ভালো সান্ত্বনা পুরষ্কার আর কি হতে পারে?

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই