1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রুশ তারকাদের পাশে পাচ্ছে না পুসি রায়ট

১৭ আগস্ট ২০১২

অনুমতি ছাড়া গির্জায় মুখোশ পরে ঢুকে প্রেসিডেন্টের সমালোচনা করে গান৷ তাও সেটা রাশিয়ায়৷ ফলাফল - কারাগারে বসবাস৷

https://p.dw.com/p/15rdj
Members of female punk band "Pussy Riot", Nadezhda Tolokonnikova (C), Maria Alyokhina (R) and Yekaterina Samutsevich, sit behind bars before a court hearing in Moscow, July 20, 2012. Three members of "Pussy Riot" were detained on February 21 after they stormed into Moscow's main cathedral to sing a protest song against Vladimir Putin and criticised the Russian Orthodox Church's support for Putin REUTERS/Tatyana Makeyeva (RUSSIA - Tags: POLITICS CRIME LAW)
ছবি: Reuters

এই পরিণতি হয়েছে রাশিয়ার পাংক ব্যান্ড ‘পুসি রায়ট'-এর৷ ২১শে ফেব্রুয়ারি মস্কোর একটি গির্জায় ঢুকে তারা ভ্লাদিমির পুটিনের বিরুদ্ধে গান গেয়েছিলেন৷ এরপর থেকে তারা কারাগারে আটক থেকে বিচারের অপেক্ষায় রয়েছেন৷ শুক্রবার তাদের বিচারের রায় হবে৷

এদিকে পুসি রায়টের শিল্পীদের মুক্ত করে দিতে ম্যাডোনা, পল ম্যাকার্টনি সহ বিশ্বের অনেক নামকরা সংগীত শিল্পী আহ্বান জানিয়েছেন৷ ক'দিন আগে ম্যাডোনা রাশিয়ায় কনসার্ট করতে গিয়ে এই আহ্বান জানানোয় কড়া সমালোচনার মুখে পড়েছিলেন৷ স্বয়ং রুশ উপ-প্রধানমন্ত্রী এ জন্য ম্যাডোনার সমালোচনা করে অশ্লীল টুইট করেন৷

###ACHTUNG! NUR ZUR BErICHTERSTATTUNG ÜBER DIESE HOMEPAGE VERWENDEN### Screenshot Paul McCartney Pussy Riot http://www.paulmccartney.com/web/guest;jsessionid=08ED279249BAFB0086CC42B24B3DAA3D.lr1PR#
পুসি রায়টের পক্ষে ইন্টারনেটে ম্যাকার্টনির সমর্থনছবি: www.paulmccartney.com

বিশ্বব্যাপী শিল্পীরা পুসি রায়টের পক্ষ নিলেও রাশিয়ার তারকা শিল্পীরা কিন্তু এ নিয়ে ততটা সোচ্চার নন৷ বরং তারা বলছেন, কেন যে বিখ্যাত শিল্পীরা পুসি রায়টের পক্ষ নিচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না৷ যেমন প্রখ্যাত রুশ গায়িকা ভ্যালেরিয়া তাঁর নিজস্ব ওয়েবসাইটে লিখেছেন, ‘‘পুসি রায়টের মধ্যে ভালো কী আছে যে, বিখ্যাতরা তাদের সমর্থন করছেন৷''

লোকসংগীতের আরেক শিল্পী ইয়েলেনা ভায়েঙ্গা একধাপ এগিয়ে বলেছেন, যে বিচারক পুসি রায়ট সদস্যদের জেলে পুরবে তাঁকে আমি অভিনন্দন জানাবো৷

বিশ্লেষকদের ধারণা, পুসি রায়টের পক্ষ নিয়ে খ্যাতিমান শিল্পীরা পুটিনের বিরুদ্ধে যেতে চান না৷ কেননা এতে তাঁদের উপরও খড়গ নেমে আসার আশঙ্কা রয়েছে৷ যেমন কদিন আগেই রুশ এক শিল্পী পুটিনের সমালোচনা করায় তাঁর সমস্ত কনসার্ট বাতিল করে দেয়া হয়৷

তবে এরপরও রাশিয়ার প্রায় শ'খানেক শিল্পী, লেখক, অভিনেতা পুসি রায়টের পক্ষে একটি বিবৃতিতে সই করেছেন৷ কিন্তু তাঁদের মধ্যে কোনো তারকা শিল্পী নেই৷

জেডএইচ / ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য