1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
উদ্ভাবনরুয়ান্ডা

রুয়ান্ডার কৃষকদের জন্য আসছে ই-ট্রাক্টর

১৫ ফেব্রুয়ারি ২০২৩

রুয়ান্ডায় কৃষকদের সহায়তার জন্য এমন একটি ট্রাক্টর তৈরি করা হচ্ছে যেটা সৌরশক্তি দিয়ে চলবে৷ এই ট্রাক্টর দিয়ে জমি চাষ করা ছাড়াও সেচ দেয়া, কীটনাশক ছিটানোর কাজও করা যাবে৷

https://p.dw.com/p/4NXjG
Afrika Rwamagana Solar Farm in Ruanda
ছবি: Imago/Nature Picture Library

রুয়ান্ডায় কিছু ট্রাক্টর দেখা যায়৷ তবে সেগুলো পুরনো৷ কারণ, ইউরোপে সেগুলো ব্যবহৃত হয়েছে৷ এগুলো থেকে অনেক শব্দ হয়৷ ডিজেলও সবসময় পাওয়া যায় না৷ আর জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ডিজেল ব্যবহার আর্থিকভাবে লাভজনকও নয়৷

জার্মানির গাড়িনির্মাতা ফলক্সভাগেন রুয়ান্ডার কিগালি বিশ্ববিদ্যালয় ও জার্মানির উন্নয়ন সংস্থা জিআইজেডের সঙ্গে মিলে এমন ট্রাক্টরের প্রোটোটাইপ তৈরি করেছে৷

সৌরশক্তি দিয়ে ব্যাটারি চালানো হয়৷ সৌরশক্তি শুধু পরিবেশবান্ধব নয়, এটা গ্রিড ছাড়াও ব্যবহার করা যায়৷ রুয়ান্ডার মাত্র অর্ধেক এলাকা গ্রিডের আওতায় আছে৷

রুয়ান্ডা বিশ্ববিদ্যালয়ের ব্যার্নার্ড ম্যানইয়াজিকিয়ি ও তার দল ব্যাটারির উন্নয়নে কাজ করছে যেন খুব শিগগির ই-ট্রাক্টর দিয়ে কাজ শুরু করা যায়৷

রুয়ান্ডা বিশ্ববিদ্যালয়ের ব্যার্নার্ড ম্যানইয়াজিকিয়ি জানান, ‘‘রুয়ান্ডার জন্য এমন ই-ট্রাক্টর প্রয়োজন৷ এটা খুব সহজে ব্যবহার করা যাবে৷ পরিবেশ দূষণ কম হবে৷ আর কৃষি উৎপাদনও বাড়বে৷''

রুয়ান্ডার দ্রুত বেড়ে চলা জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে কৃষি উৎপাদন বাড়াতে হবে৷ জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিতে দীর্ঘসময় ধরে খরা চলায় অল্প সময়ে বেশি ফসল উৎপাদনের প্রয়োজন দেখা দিয়েছে৷

ই-ট্রাক্টরগুলোকে প্রত্যন্ত অঞ্চলে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা ফলক্সভাগেনের প্রকৌশলী লাঙ্গের জন্য বড় চ্যালেঞ্জ৷

ফলক্সভাগেন গ্রুপ ইনোভেশন হোলগার লাঙ্গে বলছেন, ‘‘লক্ষ্য হচ্ছে, এমন একটি ইলেক্ট্রিক ট্রাক্টর বানানো যেটা সহজে ব্যবহার করা যাবে৷ এছাড়া সেটি যেন সহজে রক্ষণাবেক্ষণ ও ঠিক করা যায়, সেটাও মাথায় রাখতে হচ্ছে৷''

রুয়ান্ডার মাঠেঘাটে ব্যবহারের উপযোগী করতে ট্রাক্টরের প্রোটোটাইপকে আরও উন্নত করতে হবে৷ তাই ভবিষ্যতে যারা এটি ব্যবহার করবেন তাদের সঙ্গে কথা বলছেন নির্মাতারা৷

রুয়ান্ডা বিশ্ববিদ্যালয় পিয়েরে ডেমিয়েন বলেন, ‘‘ই-ট্রাক্টরের ডিজাইন কেমন হওয়া উচিত, কোন কাজ করতে পারা উচিত এবং এই ট্রাক্টর দিয়ে আর কী করা যেতে পারে, তা আমরা জানতে চাই৷''

রুয়ান্ডায় ট্রাক্টর দিয়ে শুধু চাষের কাজ করতে পারাই যথেষ্ট নয়৷ কৃষি উৎপাদন ও চাষের এলাকা তখনই বাড়ানো সম্ভব, যদি আরও কিছু কাজ স্বয়ংক্রিয়ভাবে করা সম্ভব হয়৷ সেচের কাজেও ট্রাক্টরকে কাজে লাগানো যায় কিনা, তাও পরীক্ষা করে দেখা হচ্ছে৷

শিগগিরই এমন ট্রাক্টর বাজারে আসবে কিনা সে ব্যাপারে অনেক কৃষক নিশ্চিত না হলেও তারা একটা ব্যাপারে নিশ্চিত যে, এই ট্রাক্টর তাদের জীবনে পরিবর্তন আনবে৷

কৃষক ডোমিনান্ট মুকাকামানজি বলছেন, ‘‘যদি আমরা সত্যিই এমন ট্রাক্টর পাই তাহলে এটা কৃষকদের জন্য মুক্তির বার্তা নিয়ে আসবে, কারণ তখন আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে না৷''

২০২৪ সালের মধ্যে ই-ট্রাক্টর বাজারে আসতে পারে৷ আশা করা হচ্ছে, একজন কৃষকের বদলে পুরো একটি গ্রাম মিলে একটি ট্রাক্টর কিনবে৷ একটি সংগঠনের আওতায় পরিচালিত ট্রাক্টরটি অনেক কাজ সহজ করবে৷

থেমিস্টোকল হাকিজিমানা ও পেটার ওজনি/জেডএইচ