রেলপথ: চীনকে ছেড়ে তুরস্কের হাত ধরছে উগান্ডা
২২ জানুয়ারি ২০২৩এই রেলপথ কেনিয়ার সঙ্গে উগান্ডাকে যুক্ত করবে। পূর্ব আফ্রিকার দেশগুলি এই রেলপথের দিকে তাকিয়ে আছে।
প্রথমে এই রেলপথ নির্মাণের দায়িত্ব দেয়া হয় চীনের একটি সংস্থাকে। উগান্ডায় চীনের একাধিক সংস্থা বিভিন্ন পরিকাঠামোগত প্রকল্প রূপায়ণের দায়িত্বে আছে। কিন্তু গত সপ্তাহে চীনের হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির সঙ্গে ২২০ কোটি ইউরোর চুক্তি বাতিল করে উগান্ডা। চীনের এক্সিম ব্যাংক এই প্রকল্পের জন্য ঋণ দিতে চায়নি। তারপরই চুক্তি বাতিল করা হয়।
উগান্ডার সাংবাদিক জন কিবেগো ডিডাব্লিউকে বলেছেন, ''জলবিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে রাস্তা তৈরি পর্যন্ত নানা প্রকল্প রূপায়ণের কাজ করছে চীনা সংস্তাগুলি। এখন কোনো কোম্পানি যদি শর্তপূরণ করতে না পারে বা সময়সীমার মধ্যে প্রকল্প করতে না পারে, তাহলে তাদের সঙ্গে চুক্তি বাতিল করা যেতেই পারে। কারণ, সরকার তো নাগরিকদের কাছে দায়বদ্ধ।''
তুরস্কের দিকে
চীনকে ছেড়ে এবার তুরস্কের মুখাপেক্ষী হয়েছে উগান্ডা। তুরস্কের একটি সংস্থার সঙ্গে রেলপথ বানানো নিয়ে সমঝোতাপত্রে সই হয়েছে। এবার চূড়ান্ত চুক্তি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তুরস্কের সংস্থা আর্থিক ও প্রযুক্তিগত দিকটা দেখবে।
তুরস্কের সঙ্গে আফ্রিকার সম্পর্ক নিয়ে বিশেষজ্ঞ ইউনুস তুরহান বলেছেন, তুরস্ক এখন আফ্রিকায় তাদের প্রভাব বাড়ানোর জন্য উঠেপড়ে লেগেছে। তুরস্কের দেড় হাজারের বেশি কোম্পানি আফ্রিকায় সাত হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে বলে তুরহান ডিডাব্লিউকে জানিয়েছেন। তিনি বলেছেন, ''গত ২০ বছরে তুরস্ক আফ্রিকার বিভিন্ন দেশে বিনিয়োগ করেছে।''
তুরস্ক এখন ৪০টি আফ্রিকার দেশে দূতাবাস খুলেছে। তুরস্কের বিমানসংস্থা আফ্রিকার ৬০টি দেশে বিমান চালায়। এছাড়া তুরস্ক এখন আফ্রিকার প্রচুর ছাত্রকে তুরস্কে পড়ার জন্য স্কলারশিপ দেয়। এভাবেই তারা আফ্রিকাকে পাশে পাওয়ার চেষ্টা করছে।
এই পরিস্থিতিতে উগান্ডার চীনকে ছেড়ে তুরস্কের সংস্থাকে রেলপথ তৈরির দায়িত্ব দিতে চাওয়া রীতিমতো গুরুত্বপূর্ণ বিষয়।
ফিলিপ স্যান্ডনার/জিএইচ