রোমে হঠাৎ তুষারপাত
গত কয়েক দশকে এত তুষারপাত হয়নি রোমে৷ অবস্থা এমন যে, স্কুল বন্ধ করে দিতে হয়েছে, অনেকে যেতে পারেননি কাজে৷ আর পুলিশও রোমের বাসিন্দাদের সম্ভব হলে ঘরে থাকতে বলেছেন৷
সেন্ট পিটার্স স্কয়ারে তুষারবলের লড়াই
ভ্যাটিকানের যাজক আর সেমিনারিয়ানরা তুষারবল নিয়ে লড়াইয়ে নেমেছেন৷ রোমের তুষারপাত এক দুর্লভ ব্যাপার৷ কিন্তু যখন সেটা হয়, তখন গণপরিবহন কার্যত স্থবির হয়ে যায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রোমের মেয়র ভির্জিনিয়া রাজ্জি সরকারি স্কুলগুলো বন্ধ ঘোষণা করেছেন, আর বেসরকারি স্কুলগুলোও সেটা মেনে নিয়েছে৷
ইটালির সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্র বন্ধ
পর্যটনদের মূল আকর্ষণ কলোসিয়াম এবং কাছের রোমান ফোরাম ও প্যালেটিন হিল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ৷ তুষারপাতের ফলে সম্ভাব্য ক্ষতি থেকে বাঁচতে সাধারণ মানুষকে ঘরে থাকার পরামর্শও দিয়েছে পুলিশ৷
কিন্তু, এমন দিনে কি ঘরে থাকা যায়!
বোঝাই যাচ্ছে, এই শিশুরা পুলিশের বাধা মানেনি৷ বরং শহরে রাতারাতি গড়ে ওঠা তুষারপার্কে খেলায় মগ্ন তারা৷
সাদা চমক
রোমের ভূমধ্যসাগরীয় আবহাওয়ায় মাঝেমাঝে মধ্যমানের শীত পাওয়া গেলেও এবারের মতো তুষারপাত গত কয়েক দশকে হয়নি৷ ফলে রেস্তোরাঁগুলো সাধারণত শীতের সময়ও বাইরে বসার আয়োজন রেখে দিতো৷ কিন্তু এবার তা-ও গুটাতে হয়েছে৷
তুষারে ঢাকা চিরকো মাসিমো
যে রোমান পার্কগুলো সাধারণত শীতকালেও সবুজ থাকে, সেগুলো এবার সাদা হয়ে গেছে৷ ফলে চিরকো মাসিমো পরিণত হয়েছে তুষারবল লড়াইয়ের এক কেন্দ্রে৷
এমন তুষারপাতের জন্য প্রস্তুত নয় রোম
আসলে এমন দুর্লভ তুষারপাতের জন্য রোমকে কখনো প্রস্তুত করা হয়নি৷ ফলে তুষারপাতের পর রাস্তাঘাট পরিষ্কারের বাহন আনতে অন্যান্য শহরের দ্বারস্থ হতে হয়েছে নগর কর্তৃপক্ষকে৷ আর রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর ফিউমিচিনো কোনোমতে একটি রানওয়ে ব্যবহার করে চালু রাখা হয়েছে৷