1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা সংকট ও জাতিসংঘে মিয়ানমার সম্পর্কে ‘ক্ষোভ’

২৮ এপ্রিল ২০২৩

রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশে সংকট বাড়ছে৷ আর্ন্তজাতিক সহায়তা কমে যাচ্ছে৷ তবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত মিয়ানমারের জন্য আর অর্থ ব্যয় না করে সেই অর্থ বাংলাদেশের শরণার্থীদের দিতে বলেছেন জাপানকে৷

https://p.dw.com/p/4QgXR
বাংলাদেশের একটি রোহিঙ্গা ক্যাম্প৷
জাতিসংঘের বিশেষ দূত মিয়ানমারের জন্য আর অর্থ ব্যয় না করে সেই অর্থ বাংলাদেশের শরণার্থীদের দিতে বলেছেন জাপানকে৷ছবি: ED JONES/AFP

এদিকে এএফপির এক খবরে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক সরকারের ওপর জাপানকে নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানিয়েছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত টমাস অ্যান্ড্রুস৷

তিনি বলেছেন, ইউক্রেনে আগ্রাসনের কারণে জাপান রাশিয়ার ওপর যেমন করে নিষেধাজ্ঞা দিয়েছে, তেমন করেই তাদের মিয়ানমারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া উচিত৷ তিনি মিয়ানমারের সেনাদের নিয়ে জাপানের একটি প্রশিক্ষণ কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন৷

তিনি জাপানের সমালোচনা করে বলেছেন, তারা জাপানের সহায়তায় কমব্যাট প্রশিক্ষণ নিচ্ছে এবং শিখছে কী করে দক্ষ সৈনিক ও কমান্ডার হওয়া যায়৷ এবং তারা সেই সেনাবাহিনীতে ফিরবে, যারা মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধপরাধে দায়ী৷ যতদিন জাপান এই প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ না করবে, ততদিন তারা বর্বর সামরিক শাসনের সঙ্গে যুক্ত থাকবে৷

তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে জাপানের দীর্ঘদিনের সম্পর্ক৷ অভ্যুত্থানের আগে জাপান ছিল তাদের অন্যতম প্রধান সহায়তা প্রদানকারী ও সেইসাথে বিনিয়োগের উৎস৷ এইসব সহায়তা তিনি বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন খাদ্য সহায়তা কর্মসূচিতে ব্যয় করার পরামর্শ দিয়েছেন জাপানকে৷
জাতিসংঘের এই বিশেষ দূত টোকিওতে এমন এক সময়ে এইসব কথা বললেন যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী জাপান সফর মাত্র শেষ করেছেন৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকেও রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গ উঠে এসেছে৷ বুধবার ওই বৈঠকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী৷ তিনি বলেছেন, ‘‘বাংলাদেশ ও জাপান তাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে৷ বাংলাদেশ মিয়ানমার থেকে আসা প্রায় এক মিলিয়ন বাস্তুচ্যুত ব্যক্তিকে আশ্রয় দিয়েছে এবং আমরা তার প্রচেষ্টাকে সমর্থনদান অব্যাহত রাখবো৷’’

জাতিসংঘের হিসেবে বাংলাদেশে এখন প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী আছে৷ তাদের জন্য চলতি বছরে প্রয়োজন ২৮৫.১ মিলিয়ন মার্কিন ডলার৷ এ পর্যন্ত পাওয়া গেছে চাহিদার মাত্র ১৮ ভাগ৷ আর কয়েক বছর ধরেই চাহিদার ৬০-৭০ ভাগের বেশি সহায়তা পাওয়া যাচ্ছে না৷  

জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি) বলছে, ২০২২সালে ২৮৫.১ মিলিয়ন মার্কিন ডলার প্রতিশ্রুতির বিপরীতে ২০০মিলিয়ন ডলার৷ ইউক্রেন যুদ্ধের কারণে এখন ডোনারদের চোখ ইউরোপের শরণার্থীদের দিকে৷

এদিকে বাংলাদেশ নিজস্ব অর্থে রোহিঙ্গা আশ্রয় শিবিরের চারপাশে কাঁটাতারের বেড়া দিতে ব্যয় করেছে ১০০ কোটি টাকা৷ দুই হাজার ৩১২ টাকা খরচ করেছে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প নির্মাণে৷ আর আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল জনশক্তি নিয়োগ করতে হচ্ছে বাংলাদেশকে নিজস্ব অর্থায়নে৷

আইন-শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, বাংলাদেশে ৮০ শতাংশ ইয়াবা প্রবেশ করে মিয়ানমার সীমান্ত হয়ে৷ ইয়াবার চালানের ৭০ শতাংশই মজুত করা হয় রোহিঙ্গা আশ্রয় শিবিরে৷ এরপর সেখান থেকে তা ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে৷ ২০২২ সালে রোহিঙ্গা শিবিরে অন্ততঃ ২৫ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন৷ ওই সময়ে বিভিন্ন অপরাধের কারণে রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে অন্তত এক হাজার জনকে গ্রেফতার করা হয়েছে৷ রোহিঙ্গাদের মধ্যে নানা গ্রুপে সংঘাত ও সংঘর্ষে জড়িয়ে পড়ছে৷  

রোহিঙ্গারা প্রায়ই শিবির ছেড়ে বের হয়ে আসছেন৷ তারা জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করছে কাঠের তৈরি নৌকায় করে৷ সম্প্রতি এই প্রবণতা আরো বেড়েছে৷ জাতিসংঘের হিসাব বলছে, ২০২১ সালে যেখানে মাত্র ৫০০ রোহিঙ্গা সমুদ্র পাড়ি দেয়ার চেষ্টা করেছিল, ২০২২ সালে সেই সংখ্যা ছিল প্রায় দুই হাজার ৪০০ জন৷ বেআইনিভাবে বাংলাদেশের এনআইডি এবং পাসপোর্ট নেয়ারও অভিযোগ আছে তাদের বিরুদ্ধে৷

পরিবেশ অধিদপ্তর বলছে, রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে কক্সবাজারের সাড়ে তিন হাজার একর বনভূমি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যা কক্সবাজারের মোট বনাঞ্চলের ১.৬৭ শতাংশ৷ রোহিঙ্গাদের জ্বালানির চাহিদা মেটানোর জন্য বিপুল পরিমাণ গাছ কাটতে হচ্ছে, যা স্থানীয় জীব-বৈচিত্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে৷ নিয়মিত ভূমিধসের ঘটনা ঘটছে, নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর৷
এইসব পরিস্থিতি কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের মধ্যে রোহিঙ্গা বিরোধী মনোভাব বাড়ছে৷ স্থানীয় বাসিন্দারা নিজেদের কোণঠাসা মনে করছেন৷

প্রধানমন্ত্রী বিভিন্ন ফোরামে বিষয়গুলো তুললেও পরবর্তীতে কূটনৈতিক ফলোআপে ধারাবাহিকতা থাকে না: আসিফ মুনির

অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির বলেন, ‘‘জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা বিষয়টি এসেছে৷ জাপান  আর্থিক এবং প্রত্যাবসনে সহায়তার কথা বলেছে৷ কিন্তু প্রধানমন্ত্রী বিভিন্ন ফোরামে বিষয়গুলো তুললেও পরবর্তীতে কূটনৈতিক ফলোআপে ধারাবাহিকতা থাকে না৷’’

তার কথা, ‘‘জাপানের মতো মিয়ানমারের আরো যেসব বন্ধু রাষ্ট্র আছে, তাদের নিয়ে আমাদের সরকারকে কাজ করতে হবে৷ তাদের প্রত্যাবাসনের উদ্যোগে যুক্ত করতে হবে৷ জাপান পারে আসিয়ানে বিষয়টি তুলতে৷ এখন সেটা আমাদের দিক থেকে করতে হবে৷ আমাদের তৎপরতার ওপর নির্ভর করছে বিশ্ব কতটা এগিয়ে আসে৷ ওইভাবে স্যাংশন তো হবে না৷ তাই মিয়ানমারকে চাপে রাখতে আমাদের সর্বোচ্চ উদ্যোগ নেয়া দরকার৷ মিয়ানমারে সামরিক শাসন চলছে৷ তাই হয়তো প্রত্যাবাসন কঠিন হবে৷ কিন্তু তারপরও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে৷’’

তিনি বলেন, ‘‘সামনে নির্বাচন৷ এই সময়ে হয়ত রোহিঙ্গা ইস্যুটি সরকার অতটা গুরুত্ব দেবে না৷ যদি এটা হয় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় মনে করতে পারে বিষয়টিকে আমরা এখন আর ততটা গুরুত্ব দিচ্ছি না- এমন যেন না হয়৷’’

চীন এই সময়ে যে উদ্যোগ নিয়েছে তা ইতিবাচক: মো. হুমায়ুন কবির

আর সাবেক রাষ্ট্রদূত এবং কূটনীতিক মো. হুমায়ুন কবির মনে করেন, ‘‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই রোহিঙ্গা সংকট সমাধানের একমাত্র পথ৷ কিন্তু সেটা এগোচ্ছে না৷ প্রত্যাবাসন যত দেরি হবে রোঙ্গিাদের নিয়ে বাংলাদেশের  ভিতরে সংকট ততই বাড়বে৷’’

তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর জাপান সফরে বিষয়টি তেমন গুরুত্ব পায়নি৷ জাপান বাংলাদেশকে সহায়তার কথা বলেছে৷ কিন্তু মিয়ানমারের সঙ্গে তাদের সম্পর্ক অনেক ভালো৷ তারা সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে৷ অর্থ সহায়তা বা অন্য কোনো ধরনের সহায়তার চেয়ে গরুত্বপূর্ণ হলো রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেয়ার উদ্যোগে সহায়তা করা৷ জাপান চাইলে এটা ত্বরান্বিত হবে৷ কিন্তু এ ব্যাপরে তাদের অবস্থান স্পষ্ট নয়৷’’

তার কথা, ‘‘চীন এই সময়ে যে উদ্যোগ নিয়েছে, তা ইতিবাচক৷ সেটা সফল হলেও রোহিঙ্গাদের ফেরত নেয়া শুরু হবে৷ আমাদের কূটনৈতিক তৎপরতা আরো বাড়াতে হবে৷ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র তারাও রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে কিছু বলছে না৷’’

তিনি মনে করেন, ‘‘মিয়ানমারকে বড় ধরনের আন্তর্জাতিক চাপের মুখে ফেলতে না পারলে আসলে এই সমস্যার সমাধান কঠিন হবে৷’’