1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গারা যাবে জলদস্যুদের আস্তানায়?

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৬ ফেব্রুয়ারি ২০১৭

কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থীদের ঠেঙ্গার চরে নিতে বিদেশি বন্ধু দাতাদের সমর্থন চায় সরকার৷ তাই পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলি এ বিষয়ে কুটনীতিকদের ব্রিফ করেছেন৷ তিনি জানান, ঠেঙ্গার চরকে রোহিঙ্গাদের বাসোপযোগী করা হচ্ছে৷

https://p.dw.com/p/2X3k2
Bangladesch Rohingya Flüchtlinge im Flüchtlingslager Kutupalang
ছবি: picture-alliance/dpa/N. Islam

পররাষ্ট্রমন্ত্রী জানান, ঠেঙ্গার চরে ঘর-বাড়ি, স্কুল, হাসপাতাল, মসজিদ ও অন্যান্য স্থাপনা বানানো হচ্ছে৷

পররাষ্ট্র  মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘পররাষ্ট্রমন্ত্রী বিদেশি কুটনীতিকদের জানান, বর্তমানে চার লাখেরও বেশি রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছে৷ বেশিরভাগ রোহিঙ্গা কক্সবাজারে অবস্থান করার কারণে সেখানে পরিস্থিতির অবনতি ঘটছে৷ তাই কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা শরনার্থীদের  ঠেঙ্গার চরে অস্থায়ীভাবে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে৷''

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান৷ তিনি বলেন, ‘‘ঠেঙ্গার চরে পাঠানো একটা অস্থায়ী ব্যবস্থা৷''

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ক্যানাডা, চীন, জাপান,  ভারত, অস্ট্রেলিয়া, তুরস্ক, সৌদি আরব ,মালয়েশিয়া, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, শ্রীলংকা, ব্রুনাই, স্পেন, নেপালসহ অনেকগুলো দেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘ আবাসিক প্রতিনিধি  অংশ নেন৷

খন্দকার রেজাউল করিম

এর আগে বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম বলেন, ‘‘কক্সবাজারের রোহিঙ্গারা বাঙ্গালি সমাজের সাথে মিশে গেছে৷ তাই রোহিঙ্গাদের নির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য স্থানীয় কমিটি করা হয়েছে এবং তাদের চিহ্নিত করা হবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায়৷''

শাহরিয়ার আলম জানিয়েছেন, ‘‘প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে মিয়ানমারের অবৈধ নাগরিকদের হাতিয়া'র ঠেঙ্গার চরে অস্থায়ী ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে৷ সেনাবাহিনীর সহায়তায় ঠেঙ্গার চরে কাঠামো তৈরি করার কাজ চলছে৷ তবে এতে বেশ  সময় লাগবে৷'' তিনি আরো বলেন, ‘‘কক্সবজারের কুতুপালং ক্যাম্পে ধারণ ক্ষমতা ৩০,০০০৷  কিন্তু সেখানে বাস করে তিন লাখেরও বেশি রোহিঙ্গা৷ এর ফলে কক্সবাজার ও উখিয়াতে পরিবেশ বিপর্যয় হচ্ছে এবং সামাজিক, প্রাকৃতিক, স্বাস্থ্যগত সেবা দেয়া সম্ভব হচ্ছে না৷''

ঠেঙ্গার চর দ্বীপটির আয়তন প্রায় ৩৪ বর্গ কিলোমিটার৷ এটি নোয়খালীর হাতিয়া উপজেলায়৷ হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  খন্দকার রেজাউল করিম ডয়চে ভেলেকে বলেন, ‘‘উপজেলা সদর থেকেও এই দ্বীপ অনেক দূরে৷ নদীপথ ছাড়া আর কোনো যোগাযোগের সুযোগ নাই৷ দুর্গম এই চরে কোনো সাধারণ মানুষের বসতি নেই৷ এখানে ডাকাত ও জল দস্যুদের আস্তানা আছে৷

রঞ্জিত চন্দ্র কুরি

তিনি আরো বলেন, ‘‘সরকারের কাছ থেকে আমি এখনো কোনো অফিসিয়াল আদেশ পাইনি যে ঠেঙ্গার চরে রোহিঙ্গাদের আনা হবে৷ আর এখনো কোনো নির্মান কাজ শুরু হয়নি৷ সেনাবাহিনীর কোনো ক্যাম্পও নেই৷''

এদিকে নেয়াখালীর সাংবাদিক রণজিত চন্দ্র কুরি ডয়চে ভেলেকে বলেন, ঠেঙ্গার চরটি মেঘনা এবং বঙ্গোপসাগরের মোহনায়৷ নেয়াখালী সদর থেকে  ৭০/৮০ কিলোমিটার দূরে৷ এখনো সেখানে কোনো জনবসতি নেই৷

তিনি আরো জানান, জোয়ারের সময় চরের বড় একটি অংশ ডুবে যায়৷ বর্ষা মৌসুমে পুরো চরই বলতে গেলে তলিয়ে যায়৷ দুর্গম এই চরে যাওয়াও কষ্টসাধ্য৷ তাই ঠেঙ্গার চরে এখন অপরাধীরা আশ্রয় নেয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য