রোগ প্রতিরোধ করতে ‘ইমিউনিটি সন্দেশ’
২৯ জুন ২০২০ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে সেই কর্মকর্তা জানান, ইমিউনিটি বাড়াতে সক্ষম এই ‘আরোগ্য সন্দেশ' তৈরি করা হবে তুলসি ও মধু দিয়ে৷ সন্দেশের জন্য মধু সরবরাহ করা হবে সুন্দরবন থেকে৷
প্রাণীসম্পদ উন্নয়ন বিভাগের পক্ষে জানানো হয়েছে যে, এই সন্দেশে কোনো কৃত্রিম স্বাদ থাকবে না৷ এই বিশেষ সন্দেশটি কলকাতা ও তার আশেপাশের জেলাগুলির বিভাগীয় আউটলেটগুলিতে পাওয়া যাবে বলেও জানান সেই কর্মকর্তা৷
এর আগেও, ইমিউনিটি বাড়াতে পারে এমন আরেকটি সন্দেশের কথা ছড়িয়ে পড়েছিল পশ্চিমবঙ্গে৷ কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ বাড়তে থাকার মাঝেই জনপ্রিয় হয়ে ওঠা এই সন্দেশে ছিল কাঁচা হলুদ, জাফরান, এলাচ ও হিমালয়ের বিশেষ মধু৷ ১৫ রকমের বিশেষ জড়িবুটিসম্পন্ন এই সন্দেশ বাজারে এনেছিলেন কলকাতার অন্যতম প্রাচীন মিষ্টিপ্রস্তুতকারক বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক৷
সুন্দরবন বিষয়ক মন্ত্রী মন্টুরাম পাখিরা জানান, আরোগ্য সন্দেশের জন্য মধু সুন্দরবনের পিরখালি, ঝাড়খালি অঞ্চল থেকে আনা হবে৷ আগামী দুই মাসের মধ্যে বাজারে চলে আসবে এই সন্দেশ৷ দামও থাকবে নাগালের মধ্যেই, জানান পাখিরা৷
কিন্তু এই সন্দেশ কোনোমতেই করোনা ভাইরাসের প্রতিষেধক নয়, তা স্পষ্ট করে দেন মন্ত্রী৷ এই সন্দেশ কেবলই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে বলে জানান তিনি৷
এসএস/জেডএইচ (হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, বিজনেস স্ট্যান্ডার্ড)