রোজার প্রথমদিনে ঢাকায় ব্যাপক যানজট
১৩ আগস্ট ২০১০দৈনিক ইত্তেফাক যানজটের বিষয়টিকে তাদের প্রধান শিরোনাম করেছে৷ সেখানে যানজটের বিভিন্ন কারণ উল্লেখের পাশাপাশি ট্রাফিক পুলিশদের যানজট নিয়ন্ত্রণে ভাল অভিজ্ঞতা না থাকাকেও অন্যতম একটি কারণ হিসেবে দেখানো হয়েছে৷ ইত্তেফাক বলছে, ঢাকায় এখন একটি বিশেষ জেলার পুলিশ সদস্যদের বেশি দেখা যাচ্ছে৷ যারা রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পেয়েছেন৷ কিন্তু যানজট কীভাবে নিয়ন্ত্রণে আনতে হবে সে ব্যাপারে তাদের অভিজ্ঞতা কম৷
স্কুল-কলেজ বন্ধ
শুধুমাত্র যানজট কমাতেই যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা বলছেন না শিক্ষামন্ত্রী৷ বরং রোজার মাসে শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কষ্টের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি৷ সমকালের প্রতিবেদন থেকে জানা গেছে শিক্ষামন্ত্রীর এই বক্তব্য৷ এছাড়া সংবাদপত্রটি বলছে যে, যানজট কমাতে ঢালাওভাবে স্কুল কলেজ বন্ধ করে দেয়ায় অনেক অভিভাবক ও সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন৷ কারণ এতে শিক্ষার্থীদের রুটিনমাফিক লেখাপড়ায় ছেদ পড়বে বলে তারা মনে করছেন৷ এদিকে ডেইলি স্টার সরকারের এই সিদ্ধান্তকে ‘তাড়াহুড়ো' বলেছে৷ কারণ এর ফলে, এই দীর্ঘ ছুটিতে বাড়িতে করার মত কোন কাজ অর্থাৎ ‘হোম ওয়ার্ক' শিক্ষার্থীদের দিতে পারেননি শিক্ষকরা৷ আর কালের কণ্ঠ তাদের প্রতিবেদনে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতার বিষয়টিকে শিরোনামে এনেছে৷ কারণ এর ফলে মাধ্যমিক স্কুল ও কলেজে আগামীকাল শনিবার থেকে ছুটি শুরু হলেও, প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে সোমবার থেকে৷
নিত্যপণ্যের ঊর্ধ্বগতি
বেগুন আর কাঁচা মরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি৷ এছাড়া শসা, টমেটো আর ফলের বাজারও গতকাল চড়া ছিল বলে জানিয়েছে দৈনিক যুগান্তর৷ প্রথম আলো দিয়েছে মুড়ি আর লেবুর দাম বাড়ার খবর৷ তবে আশঙ্কা থাকলেও রোজার প্রথম দিনে চিনি, বোতলজাত সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, ছোলা, মটর ও খেসারির ডালের দাম বাড়েনি বলে জানিয়েছে সংবাদপত্রটি৷
এদিকে গতকালও সাতটি জেলায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভের খবর প্রকাশ করেছে সংবাদপত্রগুলো৷ সেহেরি আর ইফতারের সময় লোডশেডিং নিয়ে প্রতিবেদন ছেপেছে দৈনিক যুগান্তর৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন