রোনালদিনহোর মাইন্ড গেম
৯ আগস্ট ২০১৯বছর কয়েক আগের কথা৷ দিন কয়েক পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা৷ রিয়াল মাদ্রিদকে হারানোর ছক কষছে বার্সা৷
একদিন, বার্সার স্প্যানিশ তারকা ইনিয়েস্তাকে গভীর রাতে ফোন দিয়েছেন দলের আরেক সতীর্থ ব্রাজিলিয়ান স্টার রোনালদিনহো৷ ফোন ধরতেই রোনালদিনহো বলেন, ‘‘আন্দ্রেস, আমি জানি এখন রাতের তিনটা বাজে৷ কিন্তু তোমার কাছে একটা বিষয় আমার স্বীকার করা উচিত৷ সামনের জুনে আমি বার্সা ছেড়ে যাচ্ছি৷ আমার ভাই রিয়াল মাদ্রিদের সঙ্গে একটা চুক্তি করে ফেলেছে৷''
রোনালদিনহো সেদিন রাতে আরো বলেন, ‘‘টাকার অংকটা এতো বড়, আমার না বলার কোনো সুযোগ নেই৷ তুমি তরুণ৷ তুমি বিষয়টা বুঝতে পারবে৷ কিন্তু দোহাই লাগে, এ বিষয়ে কাউকে কিছু বলো না৷ আমার কথা রেখো, অন্য যে কারো চেয়ে আমি তোমায় বিশ্বাস করি৷'' এটা বলে ইনিয়েস্তাকে শুভেচ্ছা জানিয়ে ফোন রেখে দেয় রোনালদিনহো৷
পরদিন অনুশীলন ক্যাম্পে আসেন সবাই৷ নিজের কাছে কেমন যেন লাগছিল ইনিয়েস্তার৷ দলের সবাই চুপচাপ হয়ে আছেন৷ সবাই রোনালদিনহোকে শুভেচ্ছা জানাচ্ছিলেন৷ এমন একটা ভাব, যেন এর আগে তাঁরা কখনো রোনালদিনহোকে শুভেচ্ছা জানায়নি৷
যাই হোক৷ এলো সেই কাঙ্খিত দিন৷ রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে রোনালদিনহো সবার উদ্দেশ্যে বললেন, ‘‘আজ খুব গুরুত্বপূর্ণ খেলা৷ তাঁরা (রিয়াল মাদ্রিদ) শক্তিশালী৷ কিন্তু আমি মনে করি আমরা একটি পরিবার৷ আমি প্রত্যেককে রাতের বেলা ফোন দিয়েছিলাম৷ বলেছিলাম আমি জুনে চলে যাচ্ছি৷ কিন্তু তোমরা কেউ সে কথা কাউকে বলোনি৷''
ওই ঘটনাতেই রোনালদিনহো বুঝিছিলেন রিয়াল বিপক্ষে খেলতে তাঁরা প্রস্তুত৷ আত্মবিশ্বাস নিয়ে সেদিন মাঠে নামেন সবাই৷ ওই রাতে রোনালদিনহো তাঁর জীবনের সেরা খেলাগুলোর একটি খেলেছিলেন৷ করেছিলেন দুই গোল৷ আর বার্সা জিতেছিল ৩-০ ব্যবধানে৷
ইনিয়েস্তার কাছে শুনে, এই গল্প নিয়ে ভিডিও পোস্ট করেছে ইউটিউবের ‘ওহ মাই গোল' চ্যানেল৷ প্রিয় তারকার গল্পে আপ্লুত হয়েছেন অনেকে৷ সাড়ে তিন লক্ষের বেশি দেখা হয়েছে ভিডিওটি৷
টিএম/কেএম (ইউটিউব)