ব্লাটার বিপদে
৩ নভেম্বর ২০১৩ক্রিস্টিয়ানো রোনাল্ডো, পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং রেয়াল মাদ্রিদ ক্লাব, তিন তরফ থেকেই রুষ্ট প্রতিক্রিয়া এসেছে৷ ফলে ব্লাটারকে রীতিমতো ক্ষমাপ্রার্থনা করতে হয়েছে৷ অবশ্য তিনি যোগ করেছেন যে, তিনি রোনাল্ডোর প্রতি কোনোরকম অশ্রদ্ধা প্রদর্শন করতে চাননি৷
গোল বাঁধে যখন অক্সফোর্ড ইউনিয়নে রোনাল্ডো এবং মেসি সম্পর্কে ব্লাটারের অভিমত জানতে চাওয়া হয়৷ ব্লাটার বলেন, দু'জনেই অসাধারণ অ্যাথলিট, কিন্তু রোনাল্ডো মাঠে অনেকটা ‘‘কমান্ডারের মতো'' হাঁটাচলা করেন৷ এমনকি ব্লাটার স্টেজের উপর রোনাল্ডোর অনুকরণে হেঁটেও দেখান!
রোনাল্ডো সম্পর্কে তাঁর দ্বিতীয় পরোক্ষ উক্তি বস্তুত একটি প্রত্যক্ষ খোঁচা: ‘‘একজনের (অর্থাৎ রোনাল্ডোর) হেয়ারড্রেসারের কাছে যাওয়ার খরচ অন্যজনের (অর্থাৎ মেসির) চেয়ে বেশি, কিন্তু তা-তে কিছু আসে যায় না'' – অক্সফোর্ড ইউনিয়নের হলে তখন হাসির রোলে৷ অপরদিকে মেসি সম্পর্কে ব্লাটারের মন্তব্য: মেসি হলেন ‘‘ভালো ছেলে'', প্রত্যেক বাবা কি মা যেমনটি চান৷ মেসি ফুটবল খেলেন ‘‘যেন তিনি নাচছেন''; মেসি দুর্ধর্ষগতি, একের পর এক গোল করেন তবুও বিনয়ী, যে কারণে তিনি ফিফার ‘বাল দ'-র' নির্বাচনে প্রতিবার প্রচুর ভোট পান৷ ‘‘আমি দু'জনকেই ভালোবাসি, কিন্তু মেসিকেই বেশি পছন্দ করি'', বলেন ব্লাটার৷
ব্লাটারের এই পক্ষপাতিত্ব যুক্তিযুক্ত হোক আর নাই হোক, রোনাল্ডো তা অতো সহজে ছেড়ে দেবার পাত্র নন৷ তাই তিনি ঘটনার চারদিন পরে নিজের ফেসবুক পেজে ব্লাটারের মন্তব্যের ভিডিওটি পোস্ট করেছেন এবং লিখেছেন: ‘‘ফিফা যে আমার প্রতি, আমার দেশের প্রতি এবং আমার ক্লাবের প্রতি কতটা শ্রদ্ধা ও বিবেচনা পোষণ করে, তা এই ভিডিও থেকে বোঝা যায়৷ অনেকটাই এখন পরিষ্কার হলো৷ আমি ব্লাটার মহোদয়ের দীর্ঘজীবন এবং সুস্বাস্থ্য কামনা করি, এই নিশ্চয়তা নিয়ে যে, তিনি তাঁর প্রাপ্য মতো তাঁর প্রিয় দল ও প্লেয়ারদের সাফল্য উপভোগ করতে পারবেন৷''
একেই বলে ব্যঙ্গ৷ পর্তুগিজ ফুটবল ফেডারেশনের কাছে ব্লাটারের মন্তব্যগুলি ছিল অনুপযোগী এবং অযোগ্য – ‘‘বিশেষ করে আমাদের জাতীয় দলের ক্যাপ্টেনের সম্বন্ধে''৷ ব্লাটরের মন্তব্যগুলিতে ‘‘রোনাল্ডো এবং পর্তুগাল, উভয়ের প্রতি শ্রদ্ধার অভাব'' স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে৷ ইতিপূর্বে রেয়াল মাদ্রিদের কোচ কার্লো আন্সেলত্তি জানান যে, ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ব্লাটারের কাছে চিঠি লিখে তাঁর মন্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছেন৷ মেসির প্রতি ব্লাটরের পক্ষপাতিত্বের ফলে বিশ্বের সেরা ফুটবলার নির্বাচন প্রভাবিত হতে পারে বলে পেরেজের আশঙ্কা৷
তবে পর্তুগালের মানুষরা এবং মিডিয়া এখন ব্লাটারের উপর যে পরিমাণে ক্ষিপ্ত, তা-তে ব্লাটারের আগামী গ্রীষ্মে পর্তুগালে ছুটি কাটানোর কথা না ভাবাই ভালো – লিখেছে একটি জার্মান পত্রিকা৷
এসি/ডিজি (ডিপিএ, রয়টার্স)