1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লাটার বিপদে

৩ নভেম্বর ২০১৩

গত ২৫ অক্টোবর ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়নে ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার নিশ্চয় খুব খোশমেজাজে ছিলেন৷ নয়ত ৭৭ বছর বয়সি ব্লাটার পর্তুগিজদের আইডল ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে ও রকম বেয়াড়া ঠাট্টা করতেন না৷

https://p.dw.com/p/1AAbz
MADRID, SPAIN - SEPTEMBER 01: Cristiano Ronaldo of Real Madrid reacts during the La Liga match between Real Madrid CF and Athletic Club Bilbao at estadio Santiago Bernabeu on September 1, 2013 in Madrid, Spain. (Photo by Denis Doyle/Getty Images)
ছবি: Getty Images

ক্রিস্টিয়ানো রোনাল্ডো, পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং রেয়াল মাদ্রিদ ক্লাব, তিন তরফ থেকেই রুষ্ট প্রতিক্রিয়া এসেছে৷ ফলে ব্লাটারকে রীতিমতো ক্ষমাপ্রার্থনা করতে হয়েছে৷ অবশ্য তিনি যোগ করেছেন যে, তিনি রোনাল্ডোর প্রতি কোনোরকম অশ্রদ্ধা প্রদর্শন করতে চাননি৷

গোল বাঁধে যখন অক্সফোর্ড ইউনিয়নে রোনাল্ডো এবং মেসি সম্পর্কে ব্লাটারের অভিমত জানতে চাওয়া হয়৷ ব্লাটার বলেন, দু'জনেই অসাধারণ অ্যাথলিট, কিন্তু রোনাল্ডো মাঠে অনেকটা ‘‘কমান্ডারের মতো'' হাঁটাচলা করেন৷ এমনকি ব্লাটার স্টেজের উপর রোনাল্ডোর অনুকরণে হেঁটেও দেখান!

রোনাল্ডো সম্পর্কে তাঁর দ্বিতীয় পরোক্ষ উক্তি বস্তুত একটি প্রত্যক্ষ খোঁচা: ‘‘একজনের (অর্থাৎ রোনাল্ডোর) হেয়ারড্রেসারের কাছে যাওয়ার খরচ অন্যজনের (অর্থাৎ মেসির) চেয়ে বেশি, কিন্তু তা-তে কিছু আসে যায় না'' – অক্সফোর্ড ইউনিয়নের হলে তখন হাসির রোলে৷ অপরদিকে মেসি সম্পর্কে ব্লাটারের মন্তব্য: মেসি হলেন ‘‘ভালো ছেলে'', প্রত্যেক বাবা কি মা যেমনটি চান৷ মেসি ফুটবল খেলেন ‘‘যেন তিনি নাচছেন''; মেসি দুর্ধর্ষগতি, একের পর এক গোল করেন তবুও বিনয়ী, যে কারণে তিনি ফিফার ‘বাল দ'-র' নির্বাচনে প্রতিবার প্রচুর ভোট পান৷ ‘‘আমি দু'জনকেই ভালোবাসি, কিন্তু মেসিকেই বেশি পছন্দ করি'', বলেন ব্লাটার

ব্লাটারের এই পক্ষপাতিত্ব যুক্তিযুক্ত হোক আর নাই হোক, রোনাল্ডো তা অতো সহজে ছেড়ে দেবার পাত্র নন৷ তাই তিনি ঘটনার চারদিন পরে নিজের ফেসবুক পেজে ব্লাটারের মন্তব্যের ভিডিওটি পোস্ট করেছেন এবং লিখেছেন: ‘‘ফিফা যে আমার প্রতি, আমার দেশের প্রতি এবং আমার ক্লাবের প্রতি কতটা শ্রদ্ধা ও বিবেচনা পোষণ করে, তা এই ভিডিও থেকে বোঝা যায়৷ অনেকটাই এখন পরিষ্কার হলো৷ আমি ব্লাটার মহোদয়ের দীর্ঘজীবন এবং সুস্বাস্থ্য কামনা করি, এই নিশ্চয়তা নিয়ে যে, তিনি তাঁর প্রাপ্য মতো তাঁর প্রিয় দল ও প্লেয়ারদের সাফল্য উপভোগ করতে পারবেন৷''

একেই বলে ব্যঙ্গ৷ পর্তুগিজ ফুটবল ফেডারেশনের কাছে ব্লাটারের মন্তব্যগুলি ছিল অনুপযোগী এবং অযোগ্য – ‘‘বিশেষ করে আমাদের জাতীয় দলের ক্যাপ্টেনের সম্বন্ধে''৷ ব্লাটরের মন্তব্যগুলিতে ‘‘রোনাল্ডো এবং পর্তুগাল, উভয়ের প্রতি শ্রদ্ধার অভাব'' স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে৷ ইতিপূর্বে রেয়াল মাদ্রিদের কোচ কার্লো আন্সেলত্তি জানান যে, ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ব্লাটারের কাছে চিঠি লিখে তাঁর মন্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছেন৷ মেসির প্রতি ব্লাটরের পক্ষপাতিত্বের ফলে বিশ্বের সেরা ফুটবলার নির্বাচন প্রভাবিত হতে পারে বলে পেরেজের আশঙ্কা৷

তবে পর্তুগালের মানুষরা এবং মিডিয়া এখন ব্লাটারের উপর যে পরিমাণে ক্ষিপ্ত, তা-তে ব্লাটারের আগামী গ্রীষ্মে পর্তুগালে ছুটি কাটানোর কথা না ভাবাই ভালো – লিখেছে একটি জার্মান পত্রিকা৷

এসি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য