রোনাল্ডোর জন্য ১৮ কোটি ইউরো হাঁকলো সিটি
২০ মে ২০১১ম্যানচেস্টার সিটি ক্লাবের মালিক শেখ মনসুর বিন জায়েদ আল নাহইয়ান এই চমকপ্রদ প্রস্তাব দিয়েছেন বলে মাদ্রিদের এক ক্রীড়া বিষয়ক দৈনিকে ফলাও করে খবর ছাপা হয়৷
এএস নামের ঐ পত্রিকা অবশ্য জানিয়েছে, যে রোনাল্ডো মোটেই কোথাও যাচ্ছেন না, কারণ তিনি নিজে এমন কিছু চান না এবং রেয়াল তাঁকে বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ করে নি৷ উল্লেখ্য, ২০০৯ সালে রেয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস রেকর্ড ৯ কোটি ৬০ লক্ষ ইউরো দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড'এর কাছ থেকে রোনাল্ডোকে কিনে নিয়েছিলেন৷
প্রায় যে কোনো মূল্যে রোনাল্ডোকে পাওয়ার এই বাসনার পেছনে যথেষ্ট কারণও রয়েছে৷ রেয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় প্রথম মরশুমেই লিগ পর্যায়ে তিনি ২৬টি গোল করেন৷ হাঁটুর চোট সত্ত্বেও এমন দুর্দান্ত খেলা দেখিয়েছেন তিনি৷ চলতি মরশুমে তিনি ৩৮টি গোল করে স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলের সংখ্যা ছুঁয়ে ফেলেছেন৷ শনিবার চলতি মরশুমে আলমেরিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচেও রোনাল্ডো গোল করলে সেই রেকর্ড ভেঙে যাবে৷
শুধু এএস ক্রীড়া বিষয়ক দৈনিকই নয়, রেডিও মার্কাও বলেছে, কোনো অবস্থাতেই রেয়াল মাদ্রিদ রোনাল্ডোকে বিক্রি করবে না৷ প্রায় সব মহলই এবিষয়ে একমত যে রোনাল্ডোকে ঘিরেই মাদ্রিদের রণকৌশল তৈরি করা হয়েছে৷ তাই এমন অমূল্য সম্পদ ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক