1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোবটে চলে আলিবাবার গুদামঘর

১৫ মার্চ ২০১৯

চীনের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা৷ প্রতিদিন কয়েক লাখ ক্রয় আদেশ সামলাতে হয় তাদের৷ চীনে আলিবাবার গুদামঘরে পণ্য ব্যবস্থাপনার এই কাজটি করে ৬০টি রোবট, যা নিয়ে একটি ভিডিও ছেড়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম৷

https://p.dw.com/p/3F6Wf
Spanien Barcelona - MWC Barcelona - Technikmesse: Roboter
ছবি: DW/K. Ferguson

পণ্যে ঠাসা সারি সারি তাকে সাজানো গুদামঘর৷ সেখানে কোনো মানবকর্মী নেই৷ পুরোটাই দেখভাল করছে ৬০টি রোবট৷ তারা তাকগুলোকে প্রয়োজনমতো বের করছে, আবার জায়গামতো রাখছে৷ কেউ কোনো পণ্য ক্রয় করার আদেশ দিলে ৩২,৩০০ তাক থেকে কোনো একটি রোবট ঠিকই নির্দিষ্ট পণ্যটি খুঁজে নিয়ে আসছেন৷ পরে একজন মানবকর্মী সেটি মোড়কজাত করে ছাড় করছেন৷  

৫০০ কেজি পর্যন্ত ভার বহণ করতে পারে রোবটগুলো৷ ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে৷ ব্যাটারি ফুরিয়ে গেলে নিজেই বৈদ্যুতিক চার্জ নিতে জানে৷ আলীবাবার গুদামঘরের ৭০ ভাগ কাজই করছে রোবটগুলো৷ অনলাইন কেনাকাটা এবং আর সরবরাহের ভবিষ্যৎ কি এমনই হবে?প্রশ্ন রাখা হয়েছে ভিডিওটির শেষে৷ ফেসবুকে এক সপ্তাহের কম সময়ে যেটি সোয়া ছয় লাখবারের বেশি দেখা হয়েছে৷

এফএস/ডিজি (ডাব্লিউইএফ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য