1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোবটের হাইটেক পোশাক

ডাগমার সিন্ডেল/এসবি১২ এপ্রিল ২০১৪

পোশাক শুধু মানুষের লজ্জা-নিবারণের উপকরণ নয়, শরীরের সুরক্ষার জন্যও এর প্রয়োজন রয়েছে৷ কিন্তু রোবট কি পোশাক পরে? জার্মানির এক দর্জি রোবটের জন্য বিশেষ স্যুট তৈরি করছেন, যার চাহিদা বেড়েই চলেছে৷

https://p.dw.com/p/1BgNj
ছবি: DW/I. Wrede

আন্দ্রেয়া গাইয়ার হাইটেক কাপড় দিয়ে রোবটের জন্য স্যুট তৈরি করেন৷ বছর তিনেক আগে তিনি এই আইডিয়া নিয়ে নিজেই ব্যবসা শুরু করেন৷ শিল্পপতি হিসেবে পুরস্কারও পেয়েছেন৷ প্রশিক্ষণপ্রাপ্ত দর্জি হিসেবে অবশ্য তাঁর একটা বাড়তি সুবিধা ছিল৷ তিনি বলেন, ‘‘মেয়েদের পোশাক তৈরির প্রশিক্ষণ অবশ্যই কাজে লেগেছে৷ কারণ মানুষের চলাফেরার বিষয়টি মাথায় রেখে কাট তৈরি ও কম্পিউটারের মাধ্যমে ডিজাইনের কাজও তখন শেখানো হয়৷ রোবোটের ক্ষেত্রেও সেটা দরকার হয়৷ পুরুষ বা নারীর মতো তারও মাপ নিয়ে পোশাক তৈরি করতে হয়৷''

Fraunhofer-Gesellschaft Produktionsanlagen EINSCHRÄNKUNG
ছবি: Daimler AG

বাড়ির পেছনে ওয়ার্কশপ থেকে স্যুট সরবরাহ করা হয়৷ বড় আকারের পোশাক পরানোর সময় আন্দ্রেয়া নিজেই উপস্থিত থাকেন৷ আজকাল দোকানের আয় থেকে সংসার চলে যায়৷ ফল্কসভাগেন-এর মতো গাড়ির কোম্পানি থেকে ঢালাইয়ের কোম্পানি তাঁর খদ্দের৷

আন্দ্রেয়া নতুন মেটিরিয়াল নিয়ে এসেছেন, যার উপর সিলিকন-এর স্তর রয়েছে৷ পোশাককে ৩০০ ডিগ্রি সেলসিয়াস-এর বেশি তাপমাত্রা সহ্য করতে হবে, কোনো ধুলাবালি বা আদ্রতা প্রবেশ করলে চলবে না৷ রোবটের গায়ে পোশাক ঠিকমতো ঢুকছে কি না, এই প্রশ্নের জবাবে আন্দ্রেয়া বললেন, মাপ একেবারে নিখুঁত এবং সবকিছু সুন্দরভাবে ঢেকে যাচ্ছে৷

Roboter Arm Fabrik Produktion
ছবি: Fotolia/svedoliver

কোম্পানির প্রধান মার্টিন শ্যার্ব-ও খুশি৷ এমন স্যুটের দাম প্রায় ১,৫০০ ইউরো৷ এত দাম সত্ত্বেও তিনি একে একে সব রোবটকে পোশাক পরাতে চান৷ তিনি বলেন, ‘‘রোবটের দাম কম নয়৷ কিন্তু প্রশ্ন হলো, নতুন রোবট না নতুন স্যুট – কোনটা বেশি সস্তা? স্যুট কেনা অবশ্যই লাভজনক৷ রোবটের রক্ষণাবেক্ষণ কমিয়ে বছরে এক বার করতে পারলেই হলো৷ রোবটে পানি ঢুকবে না৷ এমন ক্ষতির বিশাল মাশুল গুনতে হয়৷''

বড় রোবটকে পোশাক পরানো কঠিন কাজ৷ তার গায়ে এত রকমের গ্রিজ ও লুব্রিকান্ট লাগানো রয়েছে, যে পোশাক পিছলে যায়৷ সব কাজ সেরে নেমে আসতে পারলে স্বস্তির নিঃশ্বাস পড়ে৷ আন্দ্রেয়া বলেন, ‘‘ঠিক যেমনটা চেয়েছিলাম, সেটাই হয়েছে৷ রোবট প্রয়োজন অনুযায়ী নড়াচড়া করতে পারছে৷ পাইপ ঢোকানোর জায়গাগুলিও মাপ অনুযায়ী হয়েছে৷ নতুন পাইপও তাতে লাগানো যাচ্ছে৷''

রোবট কাজ শুরু করতে পারে৷ ঢালাইয়ের কাজে বিপজ্জনক পদার্থ স্প্রে করে সে৷ স্যুট যতক্ষণ টিকবে, ততক্ষণ সে সুরক্ষিত থাকবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য