রোহিঙ্গা আগমন বাড়ায় বিরক্ত ইন্দোনেশিয়ার মানুষ
চলতি বছর নৌকায় করে রোহিঙ্গাদের মিয়ানমার থেকে ইন্দোনেশিয়া যাওয়ার সংখ্যা বেড়েছে৷ এতে বিরক্তি প্রকাশ করেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা৷
রোহিঙ্গার সংখ্যা
জাতিসংঘের শরণার্থী সংখ্যার হিসাবে নভেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজার ২০০ এর বেশি রোহিঙ্গা নৌকায় করে মিয়ানমার থেকে ইন্দোনেশিয়া পৌঁছেছে৷ তারা দেশটির আচেহ প্রদেশে ঢুকেছে৷
একসময় সহানুভূতি ছিল
আচেহ প্রদেশে কিছু বিষয়ে ইসলামি শরিয়া আইন কার্যকর আছে৷ সেখানকার মানুষেরা একসময় রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশুদের প্রতি সহানুভূতিশীল ছিলেন৷ কিন্তু এখন সেই পরিস্থিতি নেই৷
‘কেন তাদের নেব?’
আচেহর পিদি এলাকার ২৭ বছর বয়সি এলা সাপতিয়া রয়টার্সকে বলেন, ‘‘এখনও এখানে অনেক গরিব মানুষ আছেন৷ আমরা কেন হাজার হাজার রোহিঙ্গাদের নেব? তারা অনেক সমস্যা করে৷ তারা বিয়েবহির্ভূত যৌনমিলনে লিপ্ত হয়, মাদক সেবন করে৷
নৌকা ফিরিয়ে দেওয়ার হুমকি
চলতি বছর রোহিঙ্গারা স্থানীয়দের কাছ থেকে শত্রুতাপূর্ণ আচরণ পেয়েছে৷ এমনকি তাদের নৌকা ফিরিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে৷ গত সপ্তাহে সাবাঙ এলাকায় রোহিঙ্গাদের জন্য তৈরি তাঁবু সরিয়ে ফেলেন স্থানীয়রা৷
আরও প্রতিক্রিয়া
আচেহতে এখন অনেক বেশি রোহিঙ্গা বলে মন্তব্য করেছেন ৩০ বছর বয়সি দেশি সিলভানা৷ ‘‘এ বছর কয়েকশ, না কয়েক হাজার এসেছেন৷’’ সামাজিক মাধ্যম এক্স-এ একজন লিখেছেন, ‘‘যদি রোহিঙ্গাদের জন্য ব্যবহার করা হয় তাহলে আমি কর দিতে চাই না৷’’ আরেকজন রোহিঙ্গাদের ‘পরজীবী’ বলে আখ্যায়িত করেছেন৷
নভেম্বর থেকে এপ্রিল
বছরের এই সময়টায় সাগর শান্ত থাকায় মিয়ানমার থেকে রোহিঙ্গারা নৌকা করে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যাওয়ার চেষ্টা করেন৷
প্রেসিডেন্টের বিবৃতি
শুক্রবার এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদোদো বলেন, মানবপাচারকারীদের কারণে রোহিঙ্গাদের আগমন বেড়েছে৷ তাদের অস্থায়ীভাবে আশ্রয় দিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তিনি৷