1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা ক্যাম্পে ইন্টারনেট ছাড়া করোনা প্রতিরোধ

১২ জুন ২০২০

রোহিঙ্গা ক্যাম্প বাংলাদেশের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা৷ সেখানে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব এবং আইসোলেশন প্রায় অসম্ভব৷ ইন্টারনেট না থাকায় নানা ধরনের সমস্যাও দেখা দিচ্ছে৷

https://p.dw.com/p/3dgz8
রোহিঙ্গা ক্যাম্প বাংলাদেশের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা৷
ছবি: Getty Images/AFP/S. Rubel

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এক বর্গ কিলোমিটারে ৬০ হাজার মানুষের বসবাস৷ ১০ লাখ রোহিঙ্গার বসবাস ৩৪টি ক্যাম্পে৷ আশ্রয়কেন্দ্রে তারা যে ঘরগুলোতে বসবাস করেন তার ক্ষেত্রফল ১০ ফুট বাই ১২ ফুট৷ প্রতিটি ঘরে বসবাস করেন গড়ে সাত-আটজন৷ঘরগুলো একটার সঙ্গে আরেকটা লাগানো৷ স্যানিটেশন ব্যবস্থাও আলাদা নয়৷ সেখানে এখন চলছে লকডাউন৷ আর ক্যাম্পের বাইরে পেলেই পাঠানো হয় ভাসানচরে৷ তাই কুতুপালং ক্যাম্পের মুখপাত্র ইউনূস আরমানের প্রশ্ন, ‘‘এখানে কীভাবে সামাজিক দূরত্ব মানা সম্ভব? ঘরে কীভাবে আলাদা থাকা সম্ভব?’’

ক্যাম্প এলাকায় কোনো ইন্টারনেট সংযোগ নেই৷ আর মোবাইল নেটওয়ার্কও দূর্বল৷ ফলে ইন্টারনেটভিত্তিক সচেতনতামূলক কর্মসূচিরও বাইরে আছেন তারা৷ শুরুর দিকে কিছুটা মাইকিং করা হলেও এখন আর তা করা হয় না৷ ক্যাম্পের ভেতরে স্বাস্থ্যকর্মীদেরও কোনো নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি নেই৷ ফলে রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্ক আর গুজব ছড়ায় সহজেই৷ ইউনূস আরমান বলেন, ‘‘এখানে কেউ মারা গেলেই করোনায় মারা গেছে বলে গুজব ছড়িয়ে পড়ে৷ আর যেকোনো ধরনের হাঁচি-কাশিকেই করোনা আক্রান্ত বলে মনে করা হয়৷’’

ইউনূস আরমান

এর বাইরে গুজব আছে যে, আক্রান্তদের আইসোলেশন সেন্টারে নেয়ার নামে ভাসানচরে পাঠানো হবে৷ এই ভয়ে এরইমধ্যে দুইজন করোনা পজিটিভ রোহিঙ্গা আইসোলেশন সেন্টার থেকে পালিয়েছেন৷ স্থানীয় সূত্র জানায়, তারা পালিয়ে ক্যাম্পে চলে গেলেও এখনো খুঁজে পাওয়া যায়নি৷

এইসব গুজবের কথা অস্বীকার করেননি জেলা সিভিল সার্জন মাহবুবুর রহমান৷ তিনি বলেন,‘‘মাঝে মাঝে এরকম গুজব ছড়ালে আমরা তা সরেজমিন গিয়ে দূর করার চেষ্টা করি৷’’

রোহিঙ্গা ক্যাম্পে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয় ১৪ মে৷ আর ক্যাম্পে প্রথম রোহিঙ্গা মারা যায় ২ জুন৷ এ পর্যন্ত দুইজনের মারা যাওয়ার কথা স্বীকার করা হচ্ছে৷ কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার মো. শামসুদ্দোজা নয়ন জানান, ‘‘একজনের মৃত্যুর কারণ কোভিড কিনা তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি৷’’ একই কথা বলেন সিভিল সার্জন৷

কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত আক্রান্ত রোহিঙ্গা ৩৬ জন৷ কোয়ারিন্টিনে আছেন ১০০ জনের কিছু কম৷ আটশ'র বেশি ছিল৷ বাকিরা পর্যায়ক্রমে ছাড়া পেয়েছেন৷ তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনে আছেন ১৭ জন৷ 

রোহিঙ্গা ক্যাম্পগুলো জেলা প্রশাসনের নির্দেশে লকডাউন করা হলেও যেসব এলাকায় রোগী শনাক্ত হয়েছে সেসব এলাকাকে রেড জোন ঘোষণা করে কঠোর লকডাউনে নেয়া হয়েছে৷ চার হাজার পরিবার এরকম লকডাউনে আছে বলে জানান মো. শামসুদ্দোজা নয়ন৷

মাহবুবুর রহমান

রোহিঙ্গাদের জন্য তিনশ’ বেডের একটি আইসোলেশন সেন্টার করা হয়েছে৷ সেখানেই আক্রান্তদের চিকিৎসা দেয়া হয়৷ আর তাদের নমুনা নিয়ে টেস্ট করানো হয় কক্সবাজারে৷ তবে যারা করোনা আক্রান্তের সংস্পর্শে আসেন তাদের আশ্রয় কেন্দ্রের বাড়িতেই রাখা হয়৷ তখন ওই এলাকা লকডাউন করা হয়৷ ঘনবসতিপূর্ণ ওই এলাকায় ছোট ঘরে গাদাগাদি করে কিভাবে হোম কোয়ারিন্টিন সম্ভব? সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, ‘‘আমরা চলাচল পুরো বন্ধ করে দিই৷ তারা যাতে ঘরে থাকেন তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করি৷ এর বাইরে আমাদের পক্ষে আর কী করা সম্ভব?’’

রোহিঙ্গা শরণার্থীদের কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, আসলে ক্যাম্পের ভেতরে সামাজিক দূরত্ব মানার কোনো উপায় নেই৷ নিজেরা যে নিজেদের সচেতন করবেন তারও কোনো উপায় নেই৷ আর মাইকিং করেও কোনো প্রচার করা হয় না৷ ইউনূস আরমান বলেন, ‘‘আমাদের যদি ইন্টারনেট চালু করে দেয়া হতো তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজেরাই সচেতস হতে পারতাম৷’’

পুরো কক্সবাজার জেলায় এখন আক্রান্তের সংখ্যা এক হাজার ২৭৫ জন৷ মারা গেছেন ২৫ জন৷ গত ২৩ মার্চ কক্সবাজারে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয়৷

এদিকে কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. এএইচ তোহা করোনায় আক্রান্ত হয়েছেন৷ তিনি মোবাইল এসএমএসে জানিয়েছেন এখন বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন৷

গত বছরের সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান