রোহিঙ্গা ক্যাম্পে বসবে কাঁটাতারের বেড়া
২৭ সেপ্টেম্বর ২০১৯স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বৃহস্পতিবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বেড়া স্থাপনের নির্দেশ দিয়েছেন৷ তবে কবে নাগাদ রোহিঙ্গা ক্যাম্পগুলোর চারপাশে এই বেড়া স্থাপনের কাজ শুরু হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি৷
এএফপি জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পগুলোর চারপাশে কাঁটাতারের বেড়ার পাশাপাশি গার্ড টাওয়ার এবং ক্যামেরাও বসানো হবে৷
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন অধিকার কর্মী সরকারের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, ‘‘ এই বেড়া রোহিঙ্গা ক্যাম্পগুলোকে একটি বড় কারাগারে পরিণত করবে৷’’
জাল পরিচয়পত্র তৈরি করে বাংলাদেশের পাসপোর্ট নেওয়া বেশ কয়েকজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এরা কীভাবে পাসপোর্ট পেলো তা-ও তদন্ত করছে সরকার৷
কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রসফায়ারে বেশ কয়েকজন রোহিঙ্গা নিহতের ঘটনা ঘটছে৷ রোহিঙ্গা ক্যাম্পে অবৈধভাবে মোবাইল ফোন ব্যবহার হওয়ায় সম্প্রতি সরকার ক্যাম্পগুলোতে এসব সেবা বন্ধ করে দিয়েছে৷
অন্যদিকে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য সাড়ে তিন হাজার রোহিঙ্গার তালিকা চূড়ান্ত করা হলেও তাদের কেউই স্বেচ্ছায় ফেরত যেতে না চাওয়ায় কাউকেই পাঠানো যায়নি৷ কোনো রোহিঙ্গাকেই জোর করে মিয়ানমারে ফেরত পাঠাবে না বলে আশ্বস্ত করে আসছে সরকার৷
মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর ২০১৭ সালের আগস্ট থেকে পরবর্তী সময়ে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়৷ তার আগে গত কয়েক দশকে এসেছিল আরো চার লাখ রোহিঙ্গা৷
এসআই/এসিবি (এপি, এএফপি)