রোহিঙ্গা শিবিরে আগুনের পর কয়েকশ’ নিখোঁজ
কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা শিবিরে আগুনের ঘটনায় ১৫ জন নিহত এবং কয়েকশ’ মানুষ নিখোঁজ বলে বিবৃতি দিয়েছে জাতিসংঘ৷ ভয়াবহ অগ্নিকাণ্ডের সময়ের এবং বর্তমান অবস্থা দেখুন ছবিঘরে৷
৯ হাজার ঘর ভস্মীভূত
আগুনে রোহিঙ্গা শিবিরের ৯ হাজারেরও বেশি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন উখিয়া নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ৷৷ তবে সংখ্যাটা অনেক বেশি হতে পারে৷
নিখোঁজ চারশ’র বেশি
ইউএনএইচসিআরের বিবৃতিতে বলা হয়েছে, অন্তত চারশ’ মানুষ এখনো নিখোঁজ৷ তবে বাংলাদেশ কর্তৃপক্ষ এখনো এ তথ্য নিশ্চিত করেনি৷
অস্থায়ী আশ্রয়
ঘরহারা রোহিঙ্গাদের সাময়িকভাবে বিভিন্ন তাঁবু ও অস্থায়ী শেল্টার তৈরি করে রাখার ব্যবস্থা হয়েছে৷
বেসরকারি সংস্থাগুলোর তথ্য
বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়ক গ্রুপ ইন্টার সেক্টর কো-অর্ডিনেটর গ্রুপ আইএসসিজি বলছে, অগ্নিকাণ্ডে ১০ হাজারের বেশি ঘর-বাড়ি পুড়ে গেছে৷ গৃহহীন হয়েছে ৪৫ হাজারের মতো মানুষ৷
ক্ষতিগ্রস্ত হাসপাতাল
শিবিরের দুটি হাসপাতালও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে৷
খাবার ও পানি
রেডক্রিসেন্টসহ কিছু বেসরকারি সংস্থা খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করছে অস্থায়ী তাঁবুগুলোতে৷
নিঃস্ব শরণার্থী
নিজের দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়ে আবার মাথা গোঁজার আশ্রয়টুকু হারাতে হয়েছে এদের, সব হারিয়ে নিঃস্ব এরা৷ ভস্মের মধ্যে তাই হাতড়ে বেড়াচ্ছে- যদি কিছু পাওয়া যায়৷
পাশের ক্যাম্পে আশ্রয়
ঘরহারা রোহিঙ্গাদের অনেকে আশপাশের ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছেন৷
চলছে পুনর্নির্মাণ কাজ
বিপুল সংখ্যক ঘর-বাড়ি পুনর্নির্মাণসহ ক্ষতিগ্রস্তদের সহায়তার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ইউএনও৷
সেদিন যা ঘটেছিল
সোমবার বিকেল চারটার দিকে আগুনের সূত্রপাত হয়৷ এরপর কয়েক ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকে৷ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন৷ পরে ফায়ারবিগ্রেড ও নানা সংস্থা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে মধ্যরাত হয়ে যায়৷ রাত ১ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে৷