রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে শিশুসহ ছয় জনের মৃত্যু
২৭ জুলাই ২০২১বিজ্ঞাপন
মঙ্গলবার দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১০ নম্বর ও ১৮ নম্বর শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়৷ অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন খবরটি নিশ্চিত করেন৷ তবে হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি৷
সামছু-দৌজা বলেন, দুপুরে ভারী বৃষ্টি হলে পাহাড়ের ঢালের নীচে ১০ নম্বর শিবিরের দুই-তিনটি বসতির ওপর মাটি পড়ে৷ মাটিচাপায় শিশুসহ পাঁচ রোহিঙ্গা শরণার্থী ঘটনাস্থলে নিহত হন, আহত হন বেশ কয়েকজন৷
তিনি আরো জানান, ১৮ নম্বর শিবিরে একই সময় বৃষ্টিতে পাহাড়ি ঢালের স্রোতে এক শিশু ভেসে যায় এবং পরে ওই শিশুর লাশ পাওয়া যায়৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)