1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

র্নীতি বিরোধী লোকপাল ইস্যুর রফাসূত্র নিয়ে ধন্ধ কাটেনি

২৬ আগস্ট ২০১১

আন্না হাজারের জন লোকপালসহ লোকপাল বিলের ৩টি খসড়া নিয়ে সংসদে আলোচনা শুরু হয় আজ৷এর প্রেক্ষিতে আন্নাকে অনশন তুলে নেবার অনুরোধ করা হয়৷কিন্তু তিনি তাতে রাজি হননি৷এদিকে দুর্নীতি বিরোধী ইস্যুতে সংসদে আজ মুখ খুললেন রাহুল গান্ধী৷

https://p.dw.com/p/12OCT
জেল থেকে বেরিয়ে আন্না হাজারেছবি: dapd

দুর্নীতি বিরোধী লোকপাল বিল নিয়ে রীতিমত ধোঁয়াশা রয়ে গেছে৷ সংসদের ভেতরে বাইরে নানা মুনির নানা মত৷ ক্ষণে ক্ষণে বদলাচ্ছে পরিস্থিতি৷ সর্ব সম্মত রাজনৈতিক ঐকমত্য হয়নি৷আন্না শিবিরেও অনশন নিয়ে কিছু মতভেদ দেখা দিয়েছে৷এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা পরিস্থিতি শেষপর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে৷ আন্নার দাবি মত প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং আন্নার জন লোকপাল খসড়াসহ অন্য দুটি খসড়া নিয়ে আজ সংসদে আলোচনার শর্তে আন্নাকে অনশন তুলে নেবার কথা বলেছিলেন৷

সেইমত  আজ সংসদে আলোচনা শুরুও হয়৷ কিন্তু আন্না হাজারের শর্ত, আলোচনাই যথেষ্ট নয় ৷ সরকার তাঁর কিছু দাবি মানতে সম্মত হলেও যে তিনটি দাবিতে  রাজি হয়নি সেই তিনটি দাবি সম্বলিত প্রস্তাব সংসদে পাশ করানো হলে, তবেই তিনি অনশন ভঙ্গ করবেন৷ সেই তিনটি দাবি কী ? আমলাতন্ত্রের নীচু তলাকে লোকপাল বিলের আওতায় আনা, রাজ্যস্তরে লোকায়ুক্ত নিয়োগ এবং নাগরিক সনদ অর্থাৎ জনগণের প্রতি দায়বদ্ধতার ধারা৷ সরকারের বক্তব্য, এবিষয়ে সংসদে সর্বসম্মতি হবে কিনা তা ঠিক করবে সংসদ৷ মোটকথা সংসদকে পাশ কাটিয়ে কিছু করা সম্ভব নয়৷

Flash-Galerie Indien Anti-Korruption Anna Hazare
জননেতা হিসেবে উঠে এসেছেন আন্না হাজারেছবি: dapd

এদিকে দুর্নীতি ইস্যুতে সংসদে এই প্রথম মুখ খুললেন কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধী৷ তাঁর বক্তব্য,দুর্নীতি দূর করতে একটা বিল পাশ করাই যথেষ্ট নয়৷ এজন্য দরকার ব্যবস্থা গ্রহণের ব্যাপক কাঠামো৷ লোকপাল বিল আইনি কাঠামোর একটা পদক্ষেপ মাত্র৷ অন্যান্য ক্ষেত্রে দরকার অনুরূপ আইন৷ যেমন, নির্বাচনে ও রাজনৈতিক দলগুলিকে সরকারি অর্থ সাহায্য, জমি ও খনি অধিগ্রহণ আইন, কর নীতির সংস্কার ইত্যাদি৷ সর্বোপরি লোকপাল প্রতিষ্ঠানকে নির্বাচন কমিশনের মত এক সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করা যা শুধু সংসদের কাছেই দায়বদ্ধ থাকবে, এমনটাই মত রাহুল গান্ধীর৷

আন্না সহযোগীরা রাহুলের বক্তব্যকে হতাশাজনক  বললেও লোকপাল সংস্থাকে সাংবিধানিক প্রতিষ্ঠান করার চিন্তাকে সমর্থন করেন৷ তবে তাঁরা বলেন, আন্নার অনশনের ১১ দিনের মাথায় চলতি পরিস্থিতিতে সরকারের কী করা উচিত সেটা রাহুলের আগে ভাবতে হবে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য