নিহতদের প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা দেওয়া হবে
২৪ ডিসেম্বর ২০২১ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, ফায়ার সার্ভিস ও যৌথ বাহিনী৷ অগ্নিকাণ্ডের ঘটনাটি বৃহস্পতিবার গভীর রাতে ঘটেছে৷
ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এই আর্থিক সহায়তা দেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিদের দেখার পর সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।
অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ প্রায় ৭৫ জনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ঝালকাঠি সদর হাসপাতালে ১৫ জনকে ভর্তি করা হয়েছে৷
লঞ্চের এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি এর জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান ৷
এনএস/কেএম (প্রথম আলো)