লড়াই করেও শ্রীলঙ্কার কাছে হেরে গেল বাংলাদেশ
২ সেপ্টেম্বর ২০২২প্রথম ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৮৩ রান তুলেছিল বাংলাদেশ। তখন মনে হচ্ছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় তুলে নিতে পারবেন সাকিবরা।
কিন্তু বাংলাদেশ শেষটাই ভালো করতে পারলো না। আট উইকেট ফেলে দিয়েও হারতে হলো তাদের। শেষ তিন ওভারে ৩৪ রান করার দরকার ছিল শ্রীলঙ্কার। চার বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।
ভাগ্যও বাংলাদেশের সঙ্গে ছিল না। শ্রীলঙ্কার ইনিংসে সবচেয়ে বেশি রান করেন কুশল মেন্ডিস। ৩৭ বলে ৬০ রান করেছেন তিনি। কিন্তু তিনি যখন ২৯ রানে তখন তার ক্যাচ ধরেছিলেন বাংলাদেশের উইকেটকিপার। কিন্তু মেহেদি হাসানের বলটি ছিল নো বল। বেঁচে যান মেন্ডিস। ৩১ রানে আবার তিনি উইকেটকিপারকে ক্যাচ দিয়েছিলেন। সাকিব যদি রিভিউ নিতেন তাহলেই আউট হন মেন্ডিস। কিন্তু তিনি রিভিউ নেননি। পরে দেখা যায়, মেন্ডিসের ব্যাটের সঙ্গে বলের সামান্য সম্পর্ক হয়েছিল। এরপর তার ক্যাচ মিস হয়। মেন্ডিসকে রান আউটের সুযোগও নিতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশের ব্যাটিং
আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশেরব্যাটারদের ম্রিয়মান লেগেছিল, কিন্তু বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা ছিলেন চনমনে। প্রথম থেকেই রান তোলার চেষ্টা করেছেন। দলে তিনটি পরিবর্তন করা হয়েছিল। দুই ওপেনার এমনামুল হক ও মোহাম্মদ নাঈম শেখের জায়গায় সুযোগ পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান।
সাব্বির রান না পেলেও মেহদী হাসান ২৬ বলে ৩৮ রান করেন। সাকিবও নেমে দ্রুত রান তোলার চেষ্টা করেছিলেন। ২২ বলে তিনটি চার সহ ২৪ রান করেন। এরপর আফিফ হোসেন ২২ বলে ৩৯, মাহমুদুল্লাহ ২২ বলে ২৭, মোসাদ্দেক হোসেন নয় বলে ২৪ করেন। তাদের এই রানের দৌলতে ২০ ওভারে সাত উইকেটে ১৮৩ রান তোলে বাংলাদেশ।
শ্রীলঙ্কার জবাব
শ্রীলঙ্কার প্রথম উইকেট পড়ে ৪৫ রানে। তারপর ৭৭ রানে চার উইকেট পড়ে যায়। ইবাদত হোসেন দুই উইকেট নেন। কিন্তু ইবাদতকে পরের দিকে প্রচণ্ড মারে শ্রীলঙ্কার ব্যাটাররা। চার ওভারে ৫১ রান দিয়েছেন তিনি।
কুশল মেন্ডিস ৬০, দাসুন সনাকা ৪৫, তামিকা কুমাররত্নে ১৬ এবং একেবারে শেষে আসিথা ফার্নান্ডো তিন বলে ১০ রান করে দলকে জেতান। শেষের দিকে বাংলাদেশের বোলাররা একেবারেই ভালো বল করতে পারেননি। আট উইকেট নিয়েও হেরে যেতে হয় বাংলাদেশকে।
সাকিবের বক্তব্য
ম্যাচের পর সাকিব জানান, কয়েকটা ওভারের জন্যই তিনি ম্যাচ হেরেছেন। আট উইকেট পড়ে গেছিল। শেষ দুই এভারে ২০-র বেশি রান তুলতে হতো। কিন্তু তাও চার বল বাকি থাকতে শ্রীলঙ্কা জিতল। ডেথ ওভারে ভালো বল হয়নি।
সাকিব জানিয়েছেন, ''আমরা উইকেট পেতে চেয়েছিলাম। আমাদের পেসাররা আগে ভালো বল করছিল। তাই শেষদিকে ওদেরকে দিয়ে বল করিয়েছি।'' তিনি জানিয়েছেন, তারটি নো বল হয়েছে। এটা ঠিক নয়।
শ্রীলঙ্কার স্পিনাররা ভালো বল করেছে। তুলনায় সাকিব সহ বাংলাদেশের স্পিনাররা ততটা কার্যকরী হতে পারেনি। সাকিবও চার ওভারে ৩১ রান দিয়েছেন, উইকেট পাননি।
সাকিব বলেছেন, ''গত ছয় মাস আমরা খুব ভালো খেলতে পারিনি। কিন্তু এশিয়া কাপের দুই ম্যাচে লড়াই হয়েছে। আমরা উন্নতি করছি।''
এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান বাংলাদেশের অধিনায়ক। তার মতে, ''বিশ্বকাপ আলাদা চ্যালেঞ্জ। আমাদের অনেক উন্নতি করতে হবে।''
জিএইচ/এসজি (স্টার স্পোর্টস)